আজ শুক্রবার থেকে বিতর্কিত নতুন অগ্নিপথ প্রকল্পে ৪ বছরের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অধীনে নোয়োগ করা হবে ৪৬,০০০ অগ্নিবীর। তার মধ্যে ৪০,০০০ নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী।
অপরদিকে বায়ুসেনা ও নৌবাহিনী নিয়োগ করবে ৩০০০ করে। জানা গেছে জুনের ২৯ তারিখ পর্যন্ত এই পদে নিয়োগের জন্য ইতিমধ্যে ২ লক্ষ ১০০০ জন আবেদন জানিয়েছেন আগামী ৫ জুলাই পর্যন্ত চলবে আবেদনের কাজ।
প্রসঙ্গত, ভারতের কেন্দ্রীয় সরকার ‘অগ্নিপথ’ নামে নতুন সশস্ত্র বাহিনী গঠনের পরিকল্পনার কথা জানিয়েছে। এই বাহিনীর জন্য ৪৫ হাজার তরুণ সেনা নিয়োগ করা হবে।
নতুন বাহিনী অগ্নিপথ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো বেতন ও পেনশন খরচ কমিয়ে আনা এবং জরুরি অস্ত্র কেনার অর্থ সংগ্রহ করা। চার বছর মেয়াদে সাড়ে ১৭ বছর থেকে ২১ বছর বয়সিদের নিয়োগ দেওয়া হবে। এই চার বছরের মধ্যে ছয় মাসের প্রশিক্ষণও পাবেন বাহিনীটির সদস্যেরা।
আগামী বছরের জুলাইয়ের মধ্যে ভারতের নতুন বাহিনী অগ্নিপথ নিয়োগসহ অন্যান্য কার্যক্রম সেরে আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে।
বাহিনীটির সদস্যদেরকে অগ্নিবীর আখ্যা দেওয়া হবে। এতে নিয়োগ পেতে অন্য সামরিক বাহিনীর মতোই শিক্ষাগত যোগ্যতা লাগবে। চার বছর মেয়াদ শেষে ২৫ শতাংশ অগ্নিবীরকে অন্য সামরিক বাহিনীতে নিয়ে নেওয়া হবে। সেখানে তারা ১৫ বছরের জন্য চাকরি করতে পারবেন। বাকি যে ৭৫ শতাংশ চাকরি ছেড়ে দেবেন তারা পেনশন পাবেন না। তবে ১১ থেকে ১২ লাখ টাকার বিশেষ প্যাকেজ রাখা হয়েছে তাদের জন্য।