Samsung Galaxy XCover 6 Pro, 5G কানেক্টিভিটির সাথে বাজারে লঞ্চ হল

স্মার্টফোন ব্র্যান্ড Samsung XCover তাদের Galaxy XCover 6 Pro স্মার্টফোন সিরিজটি শীঘ্রই বাজারে লঞ্চ করতে চলেছে। সেই মতো সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, XCover 6 Pro-এর সাথেই Galaxy Tab Active 4 Pro ট্যাবলেট গুলো ১৩ জুলাই থেকে গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে। তাই ভারতের বাজারে আসার আগেই বিস্তারিত জেনেনিন এই স্মার্টফোনটির সম্পর্কে আগাম কিছু তথ্য –

মোবাইলের নাম : Samsung Galaxy XCover 6 Pro

ক্যামেরা : ফটোগ্রাফির জন্য, Galaxy XCover 6 Pro-এর সিরিজের স্মার্টফোনগুলিতে 50 Megapixel Primary Sensor সহ 8 Megapixels বা 12 Megapixel Ultra-Wide Lens যুক্ত থাকবে। আবার তার সাথে সামনে 13 Megapixels সেলফি ক্যামেরা দেখা হবে।

অন্যান্য: Samsung Galaxy Xcover 6Pro একটি 5G কানেক্টিভিটির। এতে 6.8 inches TFT Display সাথে Full HD + রিসোলিউশন এবং 60 Hz refresh rate অফার করবে।

বাজার মূল্য: ভারতীয় মূল্যে প্রায় 36,990 টাকা প্রাইজ ট্যাগের সাথে স্মার্টফোনটি লঞ্চ হবে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy