Realme: গেমারদের জন্য বিশেষ সুবিধা থাকছে এই স্মার্টফোনে, জেনেনিন কি কি?

নতুন স্মার্টফোন বাজারে আনছে জন্যপ্রিয় চীনা ব্র্যান্ড রিয়েলমি। একের পর এক নতুন স্মার্টফোন বাজারে আনছে ব্র্যান্ডটি। এবার রিয়েলমি পি৩ সিরিজ ফোন আনছে। রিয়েলমি পি৩ ৫জি সিরিজে বেস মডেল বা ভ্যানিলা ফোন অর্থাৎ রিয়েলমি পি৩ ৫জি মডেল ছাড়াও থাকবে একটি প্রো মডেল।

রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন প্রকাশ্যে এসেছে। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার কথা রয়েছে। রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে আগের বছর লঞ্চ হওয়া রিয়েলমি পি২ প্রো ফোনের থেকে আপগ্রেডেড ফিচার থাকবে।

রিয়েলমি পি৩ প্রো ফোনের ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে এক্স হ্যান্ডেলে। সেখানে রেয়ার ক্যামেরা ডিজাইনের ঝলক পাওয়া গিয়েছে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটের সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ থাকতে চলেছে। গোলাকার ক্যামেরা মডিউলের মধ্যে সেনসর এবং এলইডি ফ্ল্যাশ থাকবে। ক্যামেরা সেনসর দুটি এবং এলইডি ফ্ল্যাশ সাজানো থাকবে ত্রিভুজাকারে।

১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে রিয়েলমির এই প্রো মডেল। নতুন, আধুনিক ও উন্নত গেমিং ফিচার থাকার কারণে রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে গেম খেলার সময় ইউজাররা কোনও অসুবিধার সম্মুখীন হবেন না।

রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে গেমারদের জন্য থাকতে চলেছে বিশেষ সুবিধা, এমনটাই শোনা যাচ্ছে। রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত জিটি বুস্ট গেমিং ফিচার থাকতে চলেছে। এর সাহায্যে ফোনে গেম খেললে ইউজারদের দারুণ অভিজ্ঞতা হবে। একে বলা হয় জিটি বুস্ট গেমিং টেকনোলজি। হালকা নীলচে রঙে লঞ্চ হতে পারে রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোন। ভারতের বাজারে শিগগির আসছে ফোনটি, তারপরই জানা যাবে দাম সম্পর্কে।

সূত্র: গ্যাজেট ৩৬০

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy