REALME লঞ্চ করলো Redmi K50i স্মার্টফোন ও Redmi Buds 3 Lite ইয়ারফোন বাজারে এল, দাম মাত্র 25 হাজার টাকা

Redmi ভারতে লঞ্চ করলো অনেক প্রত্যাশিতর পর নাম- Redmi K50i 5G স্মার্টফোনটি। এই নতুন Redmi স্মার্টফোনটি আসলে চলতি বছরের শুরুর দিকে চীনে লঞ্চ হওয়া Redmi Note 11T Pro-এর একটি রিব্রান্ডেড ভার্সন, তাই ভারতের বাজারে আসার আগেই জেনেনিন এই স্মার্টফোনটির আগাম কিছু তথ্য –

মোবাইলের নাম : Redmi K50i 5G

প্রসেসর : এই স্মার্টফোনটি MediaTek Dimensity 8100 প্রসেসর দ্বারা চালিত হবে সাথে Android 12, MIUI 13 গ্রাফিক কার্ড Mali-G610 MC6 হবে বলে আশা করা হচ্ছে।

ক্যামেরা : এই স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য, 64-Megapixels স্যামসুং ISOCELL GW1 প্রাইমারি লেন্স এবং 8-Megapixels আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2-Megapixels ম্যাক্রো লেন্স সহ 16-Megapixels ফ্রন্ট ক্যামেরা, উপস্থিত থাকবে।

ব্যাটারিও চার্জার : Redmi K50i 5G ফোনে 5080mAh ব্যাটারি দেওয়া হবে, যা 67 Watts ফাস্ট চার্জিং ফাস্ট সহ USB Type-C 2.0, USB On-The-Go সাপোর্ট সহ আসতে পারে।

অন্যান্য : এই স্মার্টফোনে 6.6-inches FHD+ পাঞ্চ হোল ডিসপ্লে সাথে (1080 x 2460) Resolution, 144Hz রিফ্রেশ রেট, 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ স্কিন Phantom Blue, Stealth Black, Quick Silver অফার করবে।

বাজার মূল্য : ভারতীয় মূল্যে প্রায় 25,999 টাকা প্রাইজ ট্যাগের সাথে স্মার্টফোনটি লঞ্চ হবে।rs

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy