Poco X4 GT বাজারে আসছে 5G টেকনোলজি নিয়ে। কিছুদিনের মধ্যেই বাজারে লঞ্চ হবে এই স্মার্টফোন। জানাগেছে আগামী ২৩ জুন আয়োজন হবে স্মার্ট ফোনটির লঞ্চ ইভেন্টের।
ইতিমধ্যে এই স্মার্টফোন পেয়েগেছে TDRRA সার্টিফিকেট।
মোবাইলের নাম : Poco X4 GT
প্রসেসর :স্মার্টফোনটিতে প্রসেসর থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ চিপসেট। এরফলে গ্রাফিক্সের জন্য মালি-জি৬১০ এমসি৬ জিপিইউ-এর সাথে যুক্ত থাকার সুবিধা পাওয়া যাবে । সেই সাথে এক্স৪ জিটি স্মার্টফোনে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ থাকবে।
ক্যামেরা:সুন্দর সুন্দর ছবি তোলার জন্য Poco X4 GT-তে এর রিয়ার প্যানেলে থাকবে ট্রিপল ক্যামেরা থাকছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর।
ব্যাটারিও চার্জার : Poco X4 GT-তে থাকছে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও বড় ৫,০৮০ এমএএইচ ব্যাটারি। যেটি সহজেই অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে রান করা যাবে।
অন্যান্য: নতুন এই পোকো ফোনে থাকছে ডুয়েল সিম স্লট, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.২ এবং এনএফসি সাপোর্ট। সেই সাথে হেডফোন ও ইয়ারফোন ব্যবহার করার জন্য থাকছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক।
বাজার মূল্য: সংস্থার পক্ষ থেকে এখনো জানানো হয়নি নতুন এই স্মার্টফোনটির দাম কত থাকবে।