Poco C40 স্মার্টফোন এবার বিশ্ব বাজারেও হাজির, সাথে 6000mAh ব্যাটারি

Poco তাদের নতুন Poco C40 স্মার্টফোন ভিয়েতনামের মার্কেটে লঞ্চ করে। সূত্রের খবর অনুযায়ী ১৭ জুন স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটেও আত্মপ্রকাশ করেছে। ভারতের বাজারে আসার আগেই জেনেনিন Poco C40-এর দাম, ফিচার ও সকল স্পেসিফিকেশন গুলি সম্পর্কে আগাম কিছু তথ্য-

মোবাইলের নাম : Poco C40

ক্যামেরা : ফটোগ্রাফির জন্য, Dual Camera Setup অবস্থান করছে। মধ্যে F/ 1.6 Aperture সহ 13 Megapixels প্রাইমারি সেন্সর এবং F/ 2.4 Aperture সহ 2 Megapixels Depth Sensor উপস্থিত রয়েছে। সেলফির জন্য, 5 Megapixels
ফ্রন্ট ক্যামেরা অস্তিত্ব।

ব্যাটারিও চার্জার : Poco C40 এর 6,000 mAh ব্যাটারি৷

অন্যান্য: Poco C40 এতে রয়েছে LCD ডিসপ্লে, JLQ JR510 চিপসেট, 13 Megapixels প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 4 GB পর্যন্ত র‍্যাম।

বাজার মূল্য: ভারতীয় মূল্যে প্রায় 11,490 টাকা প্রাইজ ট্যাগের সাথে স্মার্টফোনটি লঞ্চ হবে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy