
iQOO সিরিজে অন্তর্ভুক্ত নতুন একটি স্মার্টফোন iQOO 9 চীনের বাজারে লঞ্চ করে। আর পরবর্তী এক মাসের মধ্যেই ভারতসহ গ্লোবাল মার্কেটেও এই স্মার্টফোনটি উন্মোচিত হয়। এই স্মার্টফোনটি iQOO 9T নামে ভারতীয় বাজারে কদম রাখবে বলে জানা গেছে। তাই ভারতের বাজারে আসার আগেই জেনেনিন এই স্মার্টফোনটির আগাম কিছু তথ্য –
মোবাইলের নাম : iQOO 9T
প্রসেসর : স্মার্টফোনটি Qualcomm লেটেস্ট snapdragon 8+ Gen 1 প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে।
ক্যামেরা : ফোটোগ্রাফির জন্য 50 Megapixels প্রাইমারি ক্যামেরা, 13 Megapixels ওয়াইড-অ্যাঙ্গেল এবং 13 Megapixels 50mm প্রফেশনাল পোর্ট্রেট লেন্স উপস্থিত থাকবে।
ব্যাটারিও চার্জার : iQOO 9T ফোনে 4,700 mAh ব্যাটারি দেওয়া হবে, যা 200 Watts চার্জিং এবং 65 watts ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ আসতে পারে।
অন্যান্য : iQOO 9T স্মার্টফোনে 6.78-inches কার্ভাড এজে AMOLED সাথে 2K resolution, FHD+ ডিসপ্লে থাকবে, যা 120Hz রিফ্রেশ রেট অফার করবে।
বাজার মূল্য : ভারতীয় মূল্যে প্রায় 42,990 টাকা প্রাইজ ট্যাগের সাথে স্মার্টফোনটি লঞ্চ হবে।