BSNL: ১৬ টাকাতেই পাওয়া যাবে ডেটা ও কলের সুবিধা, ভ্যালিডিটি থাকবে ৩০ দিন

বর্তমান সময়ে দেশের বিভিন্ন টেলিকম সংস্থাগুলির মধ্যে সম্প্রতি ৩০ দিনের রিচার্জ প্ল্যান নিয়ে আসার হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনি জানেন কি যে, ৩০ দিন ভ্যালিডিটির সর্বপ্রথম প্ল্যানটি নিয়ে এসেছিল বিএসএনএল (BSNL)। আর এই বিএসএনএল প্রিপেড রিচার্জ প্যাকটিই দেশের সবথেকে সস্তার ১ মাস ভ্যালিডিটি প্ল্যান। এই প্ল্যানটি রিচার্জ করতে গ্রাহকদের মাত্র ১৬ টাকা খরচ করতে হয়। সেই প্ল্যানে কোনও এসএমএস এবং ডেটা বেনিফিটস অফার করা হয় না। প্ল্যানটিতে প্রতি মিনিটে অন-নেট কলসের ক্ষেত্রে ২০ পয়সা এবং অফ-নেট কলের ক্ষেত্রেও প্রতি মিনিটে ২০ পয়সা করে চার্জ করা হয়। আপনার বিএসএনএল সিমটি অ্যাক্টিভ রাখার জন্য সবথেকে চমৎকার প্ল্যান হল সেটি। তবে সরকারি বিএসএনএল-এর কাছে ৩০ দিন ভ্যালিডিটির আরও বেশ কয়েকটি প্ল্যান রয়েছে।

চলুন তাহলে সেগুলিই এক নজরে দেখে নেওয়া যাক-

বিএসএনএল-এর ৩০ দিন ভ্যালিডিটির এই প্ল্যানটি রিচার্জ করতে আপনাকে খরচ করতে হবে ১৪৭ টাকা। এই প্ল্যানে আপনি পেয়ে যাবেন ডেটা এবং ভয়েস কলিং সুবিধা। দেশের যে কোনও প্রান্তে, আনলিমিটেড কল করতে পারবেন। সেই সঙ্গেই আবার পেয়ে যাবেন ১০জিবি ডেটা।

বিএসএনএল-এর কাছে ৩০ দিন ভ্যালিডিটির আরও একটি প্ল্যান রয়েছে, যার জন্য আর একটু বেশি টাকা খরচ করতে হবে। আর ঠিক এরই বিনিময়ে আপনি প্ল্যানটিতে পেয়ে যাবেন এসএমএস পাঠানোর সুবিধাও। আনলিমিটেড ভয়েস কলিং অফার করা হয় এই প্ল্যানে। সব মিলিয়ে এই ২৪৭ টাকার প্ল্যানে ৫০জিবি ডেটা পেয়ে যাবেন গ্রাহকরা।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy