
আজ Umidigi তাদের Bison 2 স্মার্টফোন সিরিজটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করলো। এই তালিকাতে Umidigi Bison 2 এবং Bison 2 Pro মডেল দুটি শামিল রয়েছে। সূত্রের খবর অনুযায়ী আগামী কয়েক মাসের মধ্যে ভারতের বাজারেও পাওয়া যাবে এই স্মার্টফোন। তাই ভারতের বাজারে আসার আগেই জেনেনিন এই স্মার্টফোনটির সম্পর্কে আগাম কিছু তথ্য-
মোবাইলের নাম : Umidigi Bison 2 and Bison 2 Pro
প্রসেসর : এই হ্যান্ডসেট গুলি “MediaTek Helio P90” প্রসেসর এবং বিশেষ ভাবে গেমিংয়ের জন্য PowerVR GM 9446 জিপিইউ-টি রয়েছে।
ক্যামেরা : ফটোগ্রাফির জন্য, Umidigi Bison 2 সিরিজের স্মার্টফোনগুলিতে 2.2 Aperture সহ 48 Megapixel Primary Sensor, 2.4 Aperture সহ 5 Megapixel Macro Lens দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।
অন্যান্য: এই স্মার্টফোন গুলো USB Type-C port, Bluetooth 5.0, Bluetooth HID, 4G, 3.5mm audio jack এবং OTG support অফার করে৷
বাজার মূল্য: ভারতীয় মূল্যে প্রায় 30,000 টাকা প্রাইজ ট্যাগের সাথে স্মার্টফোনটি লঞ্চ হবে।