আইফোনের ভাঁজ খোলার আগেই পাল্টা চাল স্যামসাংয়ের! ২০২৬-এ আসছে ‘ওয়াইড ফোল্ড’, কে জিতবে লড়াইয়ে?

প্রযুক্তি বিশ্বে এখন সবথেকে বড় উত্তেজনা অ্যাপলের আসন্ন ‘ফোল্ডএবল’ আইফোন নিয়ে। তবে অ্যাপল তার প্রথম ভাঁজ করা ফোন বাজারে আনার আগেই শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী স্যামসাং। দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি এবার নিয়ে আসছে বিশেষ ‘ওয়াইড ফোল্ড’ (Wide Fold) স্মার্টফোন, যা সরাসরি টেক্কা দেবে আগামী বছরের ফোল্ডএবল আইফোনকে।

পাসপোর্টের মতো ডিজাইন ও ডিসপ্লে: কোরিয়ার ইটি নিউজের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের এই নতুন ‘ওয়াইড ফোল্ড’ ফোনটির স্ক্রিন রেশিও হতে পারে ৪:৩। ভাঁজ করা অবস্থায় এর স্ক্রিন হবে ৫.৪ ইঞ্চি এবং পুরোপুরি খুললে তা ৭.৬ ইঞ্চির একটি মিনি ট্যাবলেটে পরিণত হবে। সূত্রের খবর, ফোনটি দেখতে অনেকটা ‘পাসপোর্টের’ মতো চওড়া হবে, যা ই-বুক পড়া বা ডকুমেন্ট এডিটিংয়ের জন্য আদর্শ।

অ্যাপলের প্রস্তুতি ও গুঞ্জন: অন্যদিকে, ইনফরমেশনের রিপোর্ট বলছে, অ্যাপলের প্রথম ফোল্ডএবল ফোনে ৫.৩ ইঞ্চির আউটার ডিসপ্লে এবং ৭.৭ ইঞ্চির মেইন ডিসপ্লে থাকতে পারে। এর স্ক্রিন রেশিও অনেকটা আইপ্যাডের মতো হবে—অর্থাৎ দৈর্ঘ্যের চেয়ে চওড়ায় বেশি। ব্লুমবার্গের মতে, আইফোনটি দেখতে অনেকটা দুটি ‘আইফোন এয়ার’ পাশাপাশি জুড়ে দেওয়ার মতো পাতলা ও স্টাইলিশ হবে।

সুবিধা ও চ্যালেঞ্জ: ২০২৬ সালের শেষ নাগাদ বাজারে আসতে যাওয়া এই দুই ফোনের ৪:৩ স্ক্রিন রেশিও ক্রিয়েটিভ কাজের জন্য চমৎকার হলেও, সাধারণ ভিডিও দেখার সময় স্ক্রিনের উপরে ও নিচে কালো বার (Black Bars) দেখা যাওয়ার সমস্যা তৈরি হতে পারে। স্যামসাংয়ের বর্তমান ‘জেড ফোল্ড ৭’ ব্যবহারকারীরা ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন। তবে ডিজাইনের লড়াইয়ে শেষ পর্যন্ত কে বাজিমাত করে, এখন সেটাই দেখার বিষয়।