অসুস্থ কুণাল ঘোষকে ফোন পার্থ চট্টোপাধ্যায়ের, শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে কেঁদে ফেললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী
November 26, 2025

জেলে বসেই অসুস্থ প্রাক্তন সতীর্থ কুণাল ঘোষকে ফোন করলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বুধবার বেশ কিছুক্ষণ কথা হয় দু’জনের মধ্যে।
পার্থ চট্টোপাধ্যায়ের আবেগ
জানা গিয়েছে, কুণাল ঘোষের শারীরিক অবস্থার খোঁজখবর নেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর চিকিৎসার ব্যাপারেও তিনি বিস্তারিতভাবে আলোচনা করেন।
আবেগে আপ্লুত: কথা বলার সময় আবেগ তাড়িত হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, একসময় তিনি কেঁদেও ফেলেন।
আর্থিক দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরেই কুণাল ঘোষ এবং পার্থ চট্টোপাধ্যায় দু’জনেই কারাবন্দী। রাজনৈতিকভাবে একসময় পরস্পরের বিরুদ্ধে তীব্র অভিযোগ আনা এই দুই নেতার মধ্যে ঘনিষ্ঠতা নিয়ে অতীতে বিতর্ক ছিল। তবে অসুস্থ অবস্থায় কুণাল ঘোষকে ফোন করে পার্থ চট্টোপাধ্যায়ের এই আবেগপ্রবণতা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।