মেটা আনছে AI ডেটিং অ্যাসিস্ট্যান্ট, আপনার প্রোফাইল সাজানো থেকে সঙ্গী খোঁজা, সব করবে এআই

অনলাইন ডেটিংয়ে নতুন মাত্রা যোগ করতে চলেছে ফেসবুক। মেটা (Meta) সম্প্রতি তাদের ডেটিং প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক চ্যাটবট সহকারী যুক্ত করার ঘোষণা দিয়েছে। এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের সঙ্গী খোঁজার প্রক্রিয়াকে আরও সহজ এবং ব্যক্তিগত করে তুলবে।

কী করবে এআই চ্যাটবট?

এই এআই চ্যাটবট ব্যবহারকারীদের পছন্দ আরও সূক্ষ্মভাবে বুঝতে সাহায্য করবে। ব্যবহারকারীরা তাদের পছন্দের মানদণ্ড সরাসরি এআইকে জানাতে পারবেন। যেমন, “ব্রুকলিনে টেক সেক্টরে কাজ করা কোনো মেয়ে খুঁজছি” অথবা “সাহিত্য ভালোবাসে এমন সঙ্গী চাই।” এছাড়াও, ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল আরও আকর্ষণীয় করতে এআই-এর সাহায্য নিতে পারবেন।

নতুন ফিচার: ‘মিট কিউট’

টানা প্রোফাইল ঘেঁটে ক্লান্ত হয়ে যাওয়া (সোয়াইপ ফ্যাটিগ) ব্যবহারকারীদের জন্য ফেসবুক নিয়ে আসছে ‘মিট কিউট’ (Meet Cute) নামে নতুন একটি ফিচার। এই ফিচারে প্রতি সপ্তাহে অ্যালগরিদম অনুযায়ী ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ চমকপ্রদ ম্যাচ সাজেস্ট করা হবে। এর ফলে ব্যবহারকারীদের অতিরিক্ত প্রোফাইল খোঁজার প্রয়োজন কমে যাবে।

প্রতিযোগিতার বাজারে ফেসবুক

গত এক বছরে ১৮-২৯ বছর বয়সী ব্যবহারকারীদের মধ্যে ফেসবুক ডেটিংয়ের ম্যাচিং হার ১০% বেড়েছে। তারপরও ডেটিং অ্যাপের বাজারে এটি এখনো বেশ ছোট খেলোয়াড়। টিন্ডারের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫ কোটি এবং হিঞ্জের সংখ্যা ১ কোটি। তাই এই দুই প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলতে ফেসবুককে আরও নতুনত্ব নিয়ে আসতে হবে।

প্রতিদ্বন্দ্বীরাও এআই-তে আগ্রহী

ফেসবুকের পাশাপাশি অন্যান্য ডেটিং অ্যাপও এআই প্রযুক্তিতে বিনিয়োগ করছে। টিন্ডারে ইতিমধ্যেই এআই-ভিত্তিক ছবি নির্বাচক টুল এসেছে, যা ব্যবহারকারীর ক্যামেরা রোল থেকে সেরা প্রোফাইল ছবি বেছে নিতে সাহায্য করে। হিঞ্জও এআই-এর মাধ্যমে ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় প্রশ্ন ও উত্তর সাজেস্ট করে থাকে। টিন্ডার, হিঞ্জ এবং ওকেকিউপিড-এর মূল কোম্পানি ম্যাচ গ্রুপ (Match Group) ওপেনএআই (OpenAI)-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে এবং এই খাতে তাদের বিনিয়োগ ২ কোটি ডলারের বেশি।

Editor001
  • Editor001