নবরাত্রির প্রথম দিন থেকে ‘GST বচত উৎসব’ শুরু, দেশজুড়ে কমছে পণ্যের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যেখানে তিনি আসন্ন নবরাত্রি উৎসবের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী প্রজন্মের জিএসটি সংস্কারের ঘোষণা করেছেন। তিনি বলেন, আগামীকাল অর্থাৎ নবরাত্রির প্রথম দিন থেকেই ‘জিএসটি বচত উৎসব’ শুরু হচ্ছে, যার ফলে বিভিন্ন পণ্যের দাম কমবে এবং সাধারণ মানুষের সাশ্রয় বাড়বে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের জিএসটি হার কমানোর ঘোষণার ঠিক একদিন আগে এলো।
প্রধানমন্ত্রী মোদি তার ভাষণে বলেন, “আগামীকাল থেকে নবরাত্রি শুরু হচ্ছে। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নবরাত্রির প্রথম দিন থেকে দেশ আত্মনির্ভর ভারতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার কার্যকর হবে।” এই পদক্ষেপের মাধ্যমে বহু ভোগ্যপণ্যের দাম কমানো হবে, যা সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করবে। প্রধানমন্ত্রী আরও যোগ করেন, “জিএসটি বচত উৎসব থেকে সমাজের সব স্তরের মানুষ উপকৃত হবেন।”
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর সরকার গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (GST)-এর হার কমানোর ঘোষণা করেছিল। এই কর বিভিন্ন পণ্য, যেমন গাড়ি থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী পর্যন্ত, সবকিছুর উপর প্রযোজ্য। জুলাই ২০১৭-তে জিএসটি কার্যকর হওয়ার পর থেকে এটি ভারতের পরোক্ষ কর ব্যবস্থার অন্যতম বৃহত্তম সংস্কার হিসেবে বিবেচিত। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক পোস্টে ঘোষণা করা হয়েছিল যে প্রধানমন্ত্রী মোদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।