ভারতে বিক্রি বাড়ছে আইফোনের, আবার তৈরি হলো বিক্রয়ের নতুন রেকর্ড

বিশ্বজুড়ে বিক্রি স্থবির হলেও ভারতে অ্যাপলের (Apple) তৈরি গ্যাজেটের বিক্রি সব রেকর্ড ভেঙেছে। ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতে প্রায় ৭৯ হাজার ৪৪১ কোটি টাকার (প্রায় ৯০০ কোটি ডলার) পণ্য বিক্রি করে এক নতুন মাইলফলক ছুঁয়েছে এই মার্কিন টেক জায়ান্ট। ব্লুমবার্গের এক রিপোর্ট থেকে এই তথ্য সামনে এসেছে।

রিপোর্ট অনুযায়ী, গত অর্থবর্ষে ভারতের বাজারে অ্যাপলের রাজস্ব বৃদ্ধি পেয়েছে ১৩ শতাংশ, যেখানে বিশ্বজুড়ে তাদের সামগ্রিক বিক্রি প্রায় একই জায়গায় দাঁড়িয়ে আছে। এই বিপুল বিক্রির সিংহভাগই এসেছে আইফোন থেকে, যার চাহিদা ক্রমশ বাড়ছে। পাশাপাশি, ম্যাকবুকের বিক্রিতেও গতি এসেছে। অ্যাপল ২০২০ সালে ভারতে তাদের অনলাইন স্টোর চালু করে এবং ২০২৩ সালে মুম্বই ও নয়াদিল্লিতে প্রথম দুটি অফিশিয়াল স্টোর খোলার পর তাদের বাজার আরও প্রসারিত হয়।

বিক্রি বৃদ্ধির পাশাপাশি ভারতে আইফোন উৎপাদনও বেড়েছে। চিন-নির্ভরতা কমাতে অ্যাপল বর্তমানে ভারতে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিচ্ছে। ইতিমধ্যেই দেশের পাঁচটি কারখানায় আইফোন তৈরি হচ্ছে। ভবিষ্যতে এই উৎপাদন আরও বৃদ্ধির পরিকল্পনা রয়েছে অ্যাপলের।

উল্লেখ্য, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে আইফোন উৎপাদন বন্ধ করার জন্য একাধিকবার হুমকি দিলেও, অ্যাপল সেই হুমকি উপেক্ষা করে ভারতেই নিজেদের উৎপাদন বাড়াচ্ছে। বিশ্ববাজারে তীব্র প্রতিযোগিতার মুখে দাঁড়িয়ে ভারত এখন অ্যাপলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠেছে।

অন্যদিকে, চলতি অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে চিনেও অ্যাপলের বিক্রি ৪.৪ শতাংশ বেড়েছে, যা গত দুই বছরে প্রথমবারের মতো বৃদ্ধি।

Editor001
  • Editor001