বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুন ‘সংঘটিত অপরাধ’, জেনেনিন যা বললো কোর্ট

বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় বিচারকের মন্তব্যে নতুন মাত্রা পেল মামলা। বৃহস্পতিবার বিচার ভবনে সিবিআইয়ের বিশেষ আদালতে ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত মামলার শুনানিতে বিচারক সুজাতা দে নামে এক অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, এই প্রসঙ্গে বিচারক বলেন যে, “এই ক্ষেত্রে অপরাধ সংঘটিত হয়েছে”।

এদিন জামিনের আবেদনকারী সুজাতা দে-এর আইনজীবী দাবি করেন যে, তাঁর মক্কেল ৫৬ বছর বয়সী এবং আর্থিক দিক থেকে অস্বচ্ছল। তিনি গত ২০ দিন ধরে জেল হেফাজতে আছেন এবং উচ্চ আদালতে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য তাঁর নেই। আইনজীবী আরও বলেন যে, সুজাতা দে এই অপরাধের সঙ্গে জড়িত নন এবং তাঁকে জামিন দেওয়া হোক।

তবে, বিচারক এই যুক্তি মেনে নেননি। তিনি বলেন, “আইনের কোনো ফাঁক দিয়ে অভিযুক্ত সুবিধা পেয়ে যাবে, এমনটা হয় না।” বিচারক সিবিআইয়ের দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা উল্লেখ করে জানান যে, ওই চার্জশিটে সুজাতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। তিনি আরও বলেন, “সমাজে অপরাধ সংঘটিত হয়েছে।” সিবিআইয়ের আইনজীবীও অভিযুক্তের জামিনের বিরোধিতা করে বলেন যে, সুজাতা এই খুনের অন্যতম মূল চক্রী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আশঙ্কা প্রকাশ করে যে, জামিনে মুক্তি পেলে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন এবং প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন।

দুই পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারক সুজাতা দে-এর জামিনের আবেদন খারিজ করে দেন। এই মামলার পরবর্তী শুনানি কবে হবে, তা এখনও জানা যায়নি।