BoAt Rockerz, Airdopes ইয়ারফোন ভারতে লঞ্চ হল 5.2 ব্লুএটুথ সহ 180 hours পর্যন্ত ব্যাটারি লাইফ
July 23, 2022

BoAt ইয়ারফোন ব্র্যান্ড এবার বাজারে উন্মোচন করলো তাদের নতুন রেঞ্জের অডিও ডিভাইস, নাম- BoAt Rockerz, Airdopes। চলুন নতুন BoAt Rockerz ইয়ারফোন ভারতের বাজারে আসার আগেই জেনেনিন আগাম কিছু তথ্য –
ইয়ারফোনের নাম : BoAt Rockerz, Airdopes
ব্যাটারিও চার্জার : BoAt Rockerz, Airdopes ইয়ারফোনের ব্যাটারি 3.7V, 45mAH×2 পর্যন্ত একটিভ থাকবে। এর সাথে ফাস্ট চার্জিং সাপোর্টসহ মাত্র 2 hour চার্জে এটি 180 hours পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। আবার চারজিংএর জন্য সাথে Type C ক্যাবল দেবা হবে।
অন্যান্য : BoAt Rockerz ইয়ারফোনের, 10mm স্পিকার ড্রাইভার এর সাথে 5.2 Bluetooth Version এর সাপোর্ট থাকবে।
বাজার মূল্য : ভারতীয় মূল্যে প্রায় 2,999 টাকা প্রাইজ ট্যাগের সাথে ইয়ারফোনটি লঞ্চ হবে।rs