আইফোনকে টেক্কা দিতে পারবে নাথিং ফোন ‘২এ’? জেনেনিন ফোনটির ফিচার সম্পর্কে

অ্যাপলের আইফোনকে টেক্কা দিতে বাজারে আসছে নাথিং ফোন ২এ মডেল। নাথিং ফোন পৃথিবীর প্রথম স্বচ্ছ ফোন তৈরি করে আলোচনায় এসেছিল। কোম্পানি আবারও একটি নতুন ফোন বাজারে আনছে।
গত বছর লঞ্চ হয়েছে নাথিং ফোন ২। এবার আসতে চলেছে নাথিং ফোন ২এ। লঞ্চ হওয়ার আগেই বেশ কিছু ফিচার্স ফাঁস হয়েছে ইন্টারনেটে। সম্প্রতি ফোনের ব্যাটারি স্পেসিফিকেশন নিয়ে একটি বড় তথ্য সামনে এসেছে।
লন্ডনের কোম্পানি নাথিং এবার বড় চমক নিয়ে বাজারে নামছে। আইফোন এবং ওয়ানপ্লাসকে টেক্কা দিতে নতুন স্মার্টফোন নাথিং ফোন ২এ-এর ঘোষণা করে দিয়েছে কোম্পানি। ফোনের ফিচার্স অনেকদিন আগেই ফাঁস হয়েছিল নেটমাধ্যমে। এবার একটি বড় ফিচার সামনে এল। স্মার্টফোনে ব্যাটারি সংক্রান্ত একটি তথ্য সামনে এসেছে।
টেক রিপোর্ট অনুযায়ী, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ২০২৪-এ পর্দা ফাঁস হতে পারে ফোনের। যার ইঙ্গিত দিয়েছেন কোম্পানির প্রতিষ্ঠাতা কার্ল পেই। সম্প্রতি ফোনের একাধিক ফিচার্স ইন্টারনেটে ফাঁস হয়ে গেছে। অনেকেই জেনে ফেলেছেন, আসন্ন স্মার্টফোনে কী কী ফিচার দিতে চলেছে নাথিং।
এই স্মার্টফোনে ৪৯২০ এমএএইচ ব্যাটারি স্পেসিফিকেশন দেখা যেতে পারে। সঙ্গে থাকবে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং। চার্জিংয়ের জন্য ইউএসবি চার্জিং থাকলেও, ওয়্যারলেস চার্জিং পাওয়া যাবে না বলে জানা যাচ্ছে।
নাথিং ফোন ২এ-এর ক্যামেরা হবে দুর্দান্ত। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স পাওয়া যাবে। ফ্রন্টে মিলবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টসহ একাধিক ফিচার পাবেন ইউজাররা।
৬.৭ ইঞ্চির ওলিড স্ক্রিনের সঙ্গে ১২০ হার্জের রিফ্রেস রেট পাওয়া যাবে স্মার্টফোনে। ফোন চার্জড আপ রাখার পাশাপাশি একাধিক কাজ দ্রুত করার জন্য মিডিয়াটেক ডায়মেনসিটি ৭২০০ প্রসেসর। অ্যানড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম পাওয়া যাবে স্মার্টফোনে। যত দিন যাবে ততই ফোনের আরও ফিচার্স ও স্পেসিফিকেশন সামনে আসবে। যারা ইতিমধ্যে নাথিং ফোন ব্যবহার শুরু করেছেন তাদের পাশাপাশি নতুন গ্রাহকদেরও মনজয় করতে নামবে নাথিং। এখন দেখার এই হ্যান্ডসেট মানুষের পছন্দ হয় কিনা!