লঞ্চের আগেই NOTHING এর ট্রান্সপারেন্ট ফোনের ডিজাইন ফাঁস, জেনেনিন কি কি ফিচার্স রয়েছে

NOTHING ব্র্যান্ডের প্রথম নতুন একটি স্মার্টফোন শীঘ্রই আস্তে চলেছে বাজারে। গত 22 জুন বুধবার প্রকাশ্যে আসে এর ডিজাইন। Nothing Phone 1 হচ্ছে এই ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন, সূত্র থেকে জানাযাচ্ছে যে ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি হয়েছে ফোনটি। তাই ভারতের বাজারে আসার আগেই জেনেনিন এই স্মার্টফোনটির সম্পর্কে আগাম কিছু তথ্য –
মোবাইলের নাম : Nothing Phone 1
প্রসেসর : Nothing Phone 1 স্মার্টফোনটি Snapdragon 788G SoC প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে।
ক্যামেরা : সুন্দর সুন্দর ফটো তোলার জন্য 50-Megapixels প্রাইমারি সেন্সর, 8-Megapixels সেকেন্ডারি সেন্সর এবং 2-Megapixels টারশিয়ারি সেন্সর। আবার, সেলফি 32-Megapixels সেন্সর উপস্থিত থাকবে।
ব্যাটারিও চার্জার : স্মার্টফোনে 4500mAh ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ আসতে পারে।
অন্যান্য : Nothing Phone 1 স্মার্টফোনে 90Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সমর্থন সহ একটি 6.43-ইঞ্চি ফুল-HD+ AMOLED ডিসপ্লে খেলার কথা বলা হয়েছে।rs