ভারতে লঞ্চ হল Samsung Galaxy S22 Ultra দেখেনিন এর বিশেষ ফিচার্সগুলো

প্রযুক্তিগত দিক দিয়ে Samaung স্মার্টফোন এখনও সেরা। Samaung ফোন ভারতসহ এশিয়া মহাদেশে ব্যাপক জনপ্রিয়। এরইমধ্যে আকর্ষণীয় ফিচারের সঙ্গে ভারতের বাজারে নতুন মেমরি কনফিগারেশনে লঞ্চ হল Samaung Galaxy S22 Ultra। ভারতে Galaxy S22 Ultra লঞ্চের প্রায় এক মাস পর সংস্থাটি ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে হাজির হয়েছে।

চলুন তাহলে ডিভাইসটির কিছু তথ্য জেনে নেওয়া যাক-

  1. Samsung Galaxy S22 Ultra ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮ ইঞ্চি ফুল ডায়নামিক অ্যামোলেড ২x ডিসপ্লে।
  2. Samsung Galaxy S22 Ultra ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনটি ১২ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।
  3. Samsung Galaxy S22 Ultra ফোনে ফটোগ্রাফির জন্য ৪০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি + ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড + দুটি ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা রয়েছে।
  4. পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

Samsung Galaxy S22 Ultra ১ টিবি সংস্করণের দাম রাখা হয়েছে ১,৩৪,৯৯৯ টাকা। তুলনাস্বরূপ, এর ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে ১,০৯,৯৯৯ টাকা ও ১,১৮,৯৯৯ টাকা। Samsung Galaxy S22 Ultra ফ্যান্টম ব্ল্যাক, ফ্যান্টম হোয়াইট, এবং বার্গান্ডি কালার অপশনে উপলব্ধ।

 

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy