ভারতে লঞ্চ হল Oppo K10 দেখেনিন এর বিশেষ ফিচার্সগুলো

আকর্ষণীয় ফিচারের সঙ্গে বাজারে নতুন ফোন আনল স্মার্টফোন কোম্পানি Oppo। ভারতে তৈরি Oppo K10 আজ লঞ্চ হল। Oppo K10 ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ মিলবে আরও কিছু বিশেষ ফিচার্স। ভারতে ডিভাইসটি আগামী ২৯ মার্চ থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে।

চলুন ডিভাইসটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক-

  1. Oppo K10 ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে। ফোনটি গ্লো ডিজাইন সহ এসেছে, যা গ্লোজি ও ম্যাট ফিনিশ এর কম্বিনেশন।
  2. Oppo K10 ফোন অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। পাশাপাশি এতে ভার্চুয়াল র‌্যাম ও মাইক্রো এসডি কার্ডেরও সাপোর্ট রয়েছে।
  3. Oppo K10 ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যা ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো। পাশাপাশি সেলফির জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
  4. পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
  5. Oppo K10 ফোনে সিকিউরিটির জন্য উপলব্ধ রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড কালারওএস ১১.১ কাস্টম স্কিনে রান করবে।

ভারতে Oppo K10 ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯০ টাকা। আর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯০ টাকা।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy