আকর্ষণীয় ফিচারের সঙ্গে বাজারে নতুন ফোন আনল স্মার্টফোন কোম্পানি Realme। Realme GT 2 Pro লঞ্চ হবে আজ (7 April) দুপুর 12:30 টায়। Realme GT 2 Pro ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৬৫ ওয়াটের সুপার ডার্ট চার্জার সহ মিলবে আরও কিছু বিশেষ ফিচার্স।
চলুন ডিভাইসটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক-
- Realme GT 2 Pro ফোনে আছে 120 হার্টজ রিফ্রেশ রেটের 6.7-ইঞ্চি WQHD+ (1440 x 3216 পিক্সেল) LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। স্ক্রিনের 2K রেজোলিউশন রয়েছে। পাশাাপাশি এটি গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত করা।
- Realme GT 2 Pro ফোনে Snapdragon 8 Gen 1 SoC প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনটি ৮/১২ জিবি র্যাম ও ১২৮/২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।
- Realme GT 2 Pro ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যা ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর,150-ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 50 MP আল্ট্রাওয়াইড সেন্সর ও 40x মাইক্রোস্কোপ লেন্স, যা একটি ম্যাক্রো লেন্স। পাশাপাশি সেলফির জন্য এতে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
- পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা 65W SuperDart চার্জার সাপোর্ট করবে।
- Realme GT 2 Pro ফোনে সিকিউরিটির জন্য উপলব্ধ রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ বেসড realme UI 3.0 -এ রান করবে।