
এবার ভারতের বাজারে Amazfit Bip 3 স্মার্টওয়াচ সিরিজের দুটি নতুন মডেল লঞ্চ হলো। নাম-Amazfit Bip 3 এবং Bip 3 Pro। পাশাপাশি ঘড়িগুলিতে মাল্টিপল সেন্সর অভায়লাবলে। Amazfit Bip 3 সিরিজের স্মার্টওয়াচগুলি ২০২০ সালে লঞ্চ হওয়া Bip U সিরিজের সউত্তরসূরী।
স্মার্টওয়াচ নাম : Amazfit Bip 3, Bip 3 Pro
ডিসপ্লে : এতে 1.69 inches কালার ডিসপ্লের সাথে রয়েছে 2.5D টেম্পারড গ্লাসের।
ব্যাটারি : Amazfit Bip 3 সিরিজের দুটি ভ্যিরিয়েন্টেই ব্যবহৃত হয়েছে 260 mAh ব্যাটারি, যা একবার চার্জে 14 দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।
অন্যান্য: Amazfit Bip 3 স্মার্টওয়াচে জিপিএস টেকনোলজি সাপোর্ট করবে। এর জন্য এটি মোবাইলের নেটওয়ার্ক ব্যবহার করতে সক্ষম। আবার Bip 3 Pro GPS ও চারটি স্যাটেলাইট পজিশনিং সিস্টেম সাপোর্ট সহ এসেছে। যা ব্যবহার কারীদের নির্ভুলভাবে রাস্তা ট্র্যাক করতে সাহায্য করবে।
বাজার মূল্য: ভারতীয় মূল্যে প্রায় Amazfit Bip 3 এবং Bip 3 Pro দাম (4,680 / 5,469) টাকা ।