বাজার কাঁপাতে ভারতে লঞ্চ হতে চলেছে Realme-এর নতুন স্মার্টফোন, দেখুন এর বিশেষ ফিচার্সগুলো

আকর্ষণীয় ফিচারের সঙ্গে বাজারে নতুন ফোন আনল স্মার্টফোন কোম্পানি Realme।  Realme 9 4G হবে Realme 9 5G-এর একমাত্র 4G ভেরিয়েন্ট, যা গত মাসে দেশে চালু করা হয়েছিল। Realme 9 4G ফোনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ মিলবে আরও কিছু বিশেষ ফিচার্স। ভারতে Realme 9 4G ডিভাইসটি লঞ্চের তারিখ 7 এপ্রিল অর্থাৎ আজ দুপুর 12:30 PM।

চলুন ডিভাইসটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক-

  1. Realme 9 4G ফোনে আছে 90Hz রিফ্রেশ রেট এবং 360Hz টাচ স্যাম্পেলিং টেস্ট সহ AMOLED ডিসপ্লে। ফোনটি Sunburst Gold, Stargaze White এবং Meteor Black রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
  2. Realme 9 4G ফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনটি 4GB + 64GB এবং 6GB + 128GB স্টোরেজ সহ পাওয়া যাবে।
  3. Realme 9 4G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যা ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 120 ডিগ্রি ভিউয়ের সুপার ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং 4cm ম্যাক্রো সেন্সর থাকবে। পাশাপাশি সেলফির জন্য ডিসপ্লেতে একটি পাঞ্চ-হোলের মধ্যে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।
  4. পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
  5. Realme 9 4G ফোনে সিকিউরিটির জন্য উপলব্ধ রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ বেসড রান করবে।

ভারতে Realme 9 4G ফোনের 4GB + 64GB মডেলের দাম 14,999 টাকা এবং 6GB + 128GB ভেরিয়েন্টের দাম 17,499 টাকা।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy