প্রিমিয়াম ইয়ারফোন খুঁজছেন? ১০,০০০ টাকায় কিনতে পারেন এই ইয়ারফোন

ভারতীয় বাজারে জার্মান অডিও কোম্পানি Sennheiser নিয়ে আসল তাদের নতুন দুটি ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন CX Plus এবং CX। এই দুটি ইয়ারফোনই হাই কোয়ালিটির লিসনিং এক্সপেরিয়েন্সর পাশাপাশি স্লিম ডিজাইন রয়েছে। এর জন্য ইয়ারফোন ব্যবহারকারী সারাদিন স্বাচ্ছন্দের সাথে এটি কানে পরে থাকতে পারবেন।

চলুন ডিভাইসটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক-

এই নতুন Sennheiser CX Plus ইয়ারফোনটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচারের সাথে এসেছে ফলে কোনো রকম অসুবিধা ছাড়াই স্বচ্ছ লিসনিং এক্সপেরিয়েন্স লাভ করতে পারবেন ব্যাবহারকারীরা। এমনকি কোলাহলপূর্ণ পরিবেশ ইয়ারফোনটি ব্যবহার করলেও পরিষ্কার আওয়াজ শোনা যাবে। শুধু তাই নয়, ব্যবহারকারী চাইলে এক্সটার্নাল মোডে বাইরের আওয়াজও শুনতে পাবেন এই ইয়ারফোনে। তবে সেক্ষেত্রে তাকে কান থেকে আর বাডটি খুলতে হবে না। ইয়ারফোনটির একবার চার্জে ২৪ ঘন্টা প্লেব্যাক টাইম অফার করবে। অন্যদিকে CX ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন একবার চার্জে ২৭ ঘন্টা প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। আবার জলের ছিটে থেকে সুরক্ষা দিতে উভয় ইয়ারফোন IPX4 রেটিং সহ এসেছে। এছাড়া দুটি ইয়ারবাডেই পাওয়া যাবে টাচ কন্ট্রোলের সুবিধা। আবার ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে ভয়েস কমান্ডের মাধ্যমে ইয়ারফোনটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। অন্যদিকে, উভয় ইয়ারফোনে ব্যবহৃত হয়েছে ডুয়েল মাইক। ফলে একটি ইয়ারবাড ব্যবহার করলেও স্বচ্ছ আওয়াজ শোনা যাবে। তাছাড়া ইয়ারফোন দুটির কানেক্টিভিটি অপশনে রয়েছে ব্লুটুথ ৫.২ ভার্সন, যা এসবিসি, এএসি, এপিটি এক্স এবং এপিটি এক্স অ্যাডাপটিভ কোডেক সাপোর্ট করবে।

ভারতের বাজারে Sennheiser CX Plus এবং Sennheiser CX ওয়্যারলেস ইয়ারফোন দুটির দাম ১৪,৯৯০ টাকা এবং ১০,৯৯০ টাকা। উভয় ইয়ারফোনই ব্ল্যাক এবং হোয়াইট এই দুটি কালারে উপলব্ধ।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy