আইফোন ১৫তে যুক্ত হতে পারে পেরিস্কোপ লেন্স

আইফোন ১৪ সিরিজ এখনো বাজারে না এলেও এরই মধ্যে এর পরের ভার্সন ১৫ নিয়ে প্রযুক্তি জগতে আলোচনা শুরু হয়েছে। প্রকাশিত কিছু প্রতিবেদনের তথ্যানুযায়ী, আইফোন ১৫ সিরিজের বেশকিছু মডেলে পেরিস্কোপ লেন্স ব্যবহার করা হতে পারে। খবর টেকটাইমস।

অ্যাপলের তথ্য ফাঁসের দিক থেকে অন্যতম পরিচিত ব্যক্তি মিং-চি কু জানান, কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলে লেন্সটি যুক্ত করতে পারে। তবে বিশ্লেষক ও প্রযুক্তিবিদদের মতে, আগামী বছর নতুন লেন্স যুক্ত ডিভাইস বাজারজাতের আগে প্রতিষ্ঠানটিকে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবতে হবে।

৯টু৫ম্যাক প্রকাশিত একটি স্টোরিতে বলা হয়, পেরিস্কোপ লেন্সের কারণে আইফোন ১৫ সিরিজ বাজারে ভালো জনপ্রিয়তা পাবে। ক্যামেরার ফিচারটি ব্যবহারকারীদের টেলিফটো লেন্স ব্যবহারের মাধ্যমে দূরের ছবি ভালোভাবে তোলার সুবিধা দেবে। আইফোন ১৩প্রো স্মার্টফোনে যে টেলিফটো লেন্স রয়েছে, সেটির কার্যকারিতা সীমিত। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটটি জানায়, নতুন ফিচারটি ১৫ গুণ ডিজিটাল জুম ও ৩ গুণ অপটিক্যাল জুমের সুবিধা দেবে।

অ্যাপলের আশা নতুন পেরিস্কোপ লেন্স ফিচারের মাধ্যমে অ্যাপল ভালো মুনাফা অর্জন করতে পারবে। তবে এ প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিতে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করতে হবে। বর্তমানে পেরিস্কোপ প্রযুক্তির জন্য স্যামসাংয়ের কাছে একটি পেটেন্ট রয়েছে। তবে আইফোন প্রতিষ্ঠানটির অংশীদার হিসেবে প্রযুক্তিটি ব্যবহার করতে চায়। অ্যাপল ইনসাইডারের তথ্যানুযায়ী, এ প্রযুক্তির অন্য সরবরাহকারী নিশ্চিতে অ্যাপলকে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy