বিখ্যাত ইলেক্ট্রনিক্স নির্মাতা LG তাদের সর্বাধিক হালকা ওজনের সিরিজই LG Light Weight -এর অধীনে বাজারে লঞ্চ করেছে দুটি ল্যাপটপ। নতুন এই সিরিজের মডেল নম্বর হলো LG Gram 16 এবং Gram 17।
উক্ত ল্যাপটপ দুটিতে রয়েছে ইন্টেল ১২তম প্রজন্মের অক্টা কোর প্রসেসর এবং ৩২ জিবি পর্যন্ত র্যাম। দুটি ল্যাপটপেই থাকছে WQXGA IPS ডিসপ্লে। যদিও দুটি ডিভাইসের ডিসলপেলে সাইজ থাকছে একদমই আলাদা। দুটি ল্যাপটপেই যেসব মিল থাকছে সেগুলি হলো উভয় ল্যাপটপই পোর্টেবল, ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং পরিমিত গ্রাফিক্স প্রসেসিং পাওয়ার যুক্ত।
চলুন জেনে নেওয়া যাক এই ল্যাপটপের বিশেষ ফিচার ও স্পেসিফিকেশন গুলো –
এলজি গ্রাম ১৬ এবং গ্রাম ১৭ ল্যাপটপে যথাক্রমে ১৬ ইঞ্চি ও ১৭ ইঞ্চির WQXGA (২,৫৬০x১,৬০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে আছে। ফাস্ট পারফরম্যান্সের জন্য ডিভাইস দুটিতে অল্ডার লেক সিরিজ এর ১২তম প্রজন্মের ইন্টেল কোর আই৫ এবং কোর আই৭ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া,থাকছে ইন্টিগ্রেটেড ইন্টেল এক্সই গ্রাফিক্স বা এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ২০৫০ গ্রাফিক্স কার্ডের মধ্যে একটি বেছে নেওয়ার সুবিধা ।
চলুন জেনে নেওয়া যাক LG Gram 16, Gram 17 ল্যাপটপের দাম
এলজি গ্রাম ১৬ ল্যাপটপের কোর আই৫ সিপিইউ এবং ১৬জিবি + ২৫৬জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মূল্যে প্রায় ১,৪৩,৭০০ টাকা রাখা হয়েছে। LG গ্রাম 17 টির দাম প্রায় ১,৫০,০০০ টাকা। বর্তমানে কোরিয়ান মার্কেটে এই ল্যাপটপ দুটি – ব্ল্যাক, চারকোল এবং হোয়াইট কালার অপশনে পাওয়া যাচ্ছে।
তবে ভারত তথা গ্লোবাল মার্কেটে কতদিনে এই দুটি নতুন ল্যাপটপপাওয়া যাবে তা LG র কাছ থেকে অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।