সম্প্রতি চিনে লঞ্চ করা হয়েছে Huawei MateBook 16 ল্যাপটপ। আসলে নতুন এই ল্যাপটপটি ২০২১ এর মে মাসে লঞ্চ হওয়া Huawei MateBook 16 ল্যাপটপের আপডেটেড ভার্সন। আর নতুন আপডেট বলতে যেটা উল্লেখনীয় তা হলো নতুন ল্যাপটপটি এখন চলবে উইডোজের নতুন অপারেটিং সিস্টেম Windows 11 দিয়ে।
বাকি সব কিছু থাকছে প্রায় একই রকম যেমন এতেও এএমডি প্রসেসর, ১৬ জিবি র্যাম এবং একটি ১৬ ইঞ্চির IPS ডিসপ্লে প্যানেল দেখা যাবে। তবে ক্রেতাদের জন্য সুখবর Huawei এর এই নয়া ল্যাপটপের দাম, মূল Huawei MateBook 16 মডেলের তুলনায় এবার রয়েছে অনেকটাই কম।
হুয়াওয়ে মেটবুক ১৬ (২০২২) ল্যাপটপের এএমডি রাইজেন ৫ ৫৬০০এইচ প্রসেসর সহ আসা ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মূল্যে প্রায় ৭০,১০৯ টাকার সমান রাখা হয়েছে। অন্যদিকে, এএমডি রাইজেন ৭ ৫৮০০এইচ প্রসেসর সমন্বিত ভ্যারিয়েন্টের দাম প্রায় ৭৬,১৫৪ টাকা ।
তবে চিনে এই নতুন ল্যাপটপ সব স্টোরে পাওয়া গেলেও ভারত তথা বিশ্বে এখনো লঞ্চ করেনি কর্তৃপক্ষ। আর কবে ভারতে লঞ্চ করা হবে সেই সম্পর্কেও পাওয়া যায়নি কোনও অফিসিয়াল তথ্য।