তাইওয়ানের নামি ব্র্যান্ড ASUS এবার নিয়ে এলো ROG Strix সিরিজের ৪ টি নতুন গেমিং ল্যাপটপ। সব গুলোতেই থাকছে ডিসপ্লে ভ্যারিয়েন্ট। সেই সাথে ফিচার হিসেবে থাকছে লেটেস্ট উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম। সেই সাথে থাকছে ইন্টেল ১২ প্রজন্মের কোর এইচ-সিরিজ এবং এএমডি রাইজেন ৬০০০ সিরিজ প্রসেসর।
জেনেনিন Asus ROG Strix Scar 15, ROG Strix Scar 17 স্পেসিফিকেশন
আসুস আরওজি স্ট্রিক্স স্কার ১৫ এবং স্কার ১৭ ল্যাপটপের মধ্যে রয়েছে শুধুএকটি পার্থক্য আর সেটি হলো ডিসপ্লে সাইজ৷ উদাহরণ স্বরূপ, স্কার ১৫ মডেলে একটি ১৫.৬ ইঞ্চির কোয়াড এইচডি LCD ডিসপ্লে আছে, যা ২৪০ হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, এইচডিআর এবং অ্যাডাপটিভ সিঙ্ক টেকনোলজি অন্যদিকে, স্কার ১৭ ল্যাপটপে দেখা যাবে একটি ১৭ ইঞ্চির কোয়াড এইচডি ডিসপ্লে প্যানেল।
উভয় মডেলেই থাকছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৮০ টি জিপিইউ সহ ইন্টেল কোর আই৯-১২৯০০এইচ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে, ৬৪ জিবি পর্যন্ত DDR5 র্যাম এবং ২ টেরাবাইট পর্যন্ত SSD স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া, পাওয়ার-সেভিং এর জন্য থাকছে একটি ডেডিকেটেড এমইউএক্স (MUX) সুইচ।
সাথে থাকছে ২৮০ওয়াট পাওয়ার অ্যাডাপ্টারের সাথে এসেছে, যা মাত্র ৩০ মিনিটে ল্যাপটপকে ৫০% পর্যন্ত চার্জ করতে সক্ষম। এছাড়া, অন্যান্য কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে, ওয়াই-ফাই ৬ই, দুটি ইউএসবি টাইপ-এ পোর্ট, ইউএসবি ৩.২ জেন ১ পোর্ট, একটি থান্ডারবোল্ট ৪ পোর্ট, এলএএন এবং একটি এইচডিএমআই ২.১ পোর্ট৷
অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে , ল্যাপটপটিকে দীর্ঘ সময় পর্যন্ত ঠান্ডা রাখতে ‘আরওজি ইন্টেলিজেন্ট কুলিং সলিউশন’ টেকনোলজি ৷
আসুস আরওজি স্ট্রিক্স স্কার ১৫ ল্যাপটপের দাম শুরু হয়েছে ২,৬৪,৯৯০ টাকা থেকে। আর, আরওজি স্ট্রিক্স স্কার ১৭ -এর প্রারম্ভিক দাম ২,৫৯,৯৯০ টাকা৷ সবগুলো মডেলই অফলাইন ও অনলাইন বাজারে এখন পাওয়া যাচ্ছে।