বাজারে এলো Asus Zenbook 14 Flip OLED ল্যাপটপ, থাকছে Ryzen 9 প্রসেসর সহ আরো অনেককিছু

সম্প্রতি ভারতে একটি নতুন ল্যাপটপ লঞ্চ করলো তাইওয়ানের বহুজাতিক টেক ব্র্যান্ড Asus। নতুন এই ল্যাপটপ লঞ্চ করে সংস্থা দাবি করেছে যে বিশ্বের সবচেয়ে ‘স্লিমেস্ট’ ১৪ ইঞ্চির কনভার্টেবল ল্যাপটপ তারা নিয়ে এসেছে এই প্রথম। যে ল্যাপটপে ডিসপ্লে লাগানো রয়েছে ২.8K OLED।

ল্যাপটপটিতে রয়েছে ৩৬০-ডিগ্রি এরগোলিফ্ট হিঞ্জ ডিজাইন যার ফলে যেকোনো স্থানে ট্যাবলেট হিসেবেও এই ল্যাপটপ ব্যবহার করা যাবে। সেই সাথে ল্যাপটপটিতে রয়েছে ১৬ জিবি র‌্যাম, ১ টেরাবাইট পর্যন্ত এসএসডি, ম্যাজিকাল নম্বরপ্যাড ২.০ সমন্বিত ব্যাকলিট কী-বোর্ড।

ভারতের বাজারে নতুন এই ল্যাপটপটির দাম শুরু হয়েছে ৯১,৯৯০ টাকা থেকে। যার মধ্যে থাকছে এএমডি রাইজেন ৫ ৫৬০০এইচ প্রসেসর, ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি এসএসডি। এছাড়া বাকি দুটি ল্যাপটপের থাকছে আরও অতিরিক্ত কিছু বিশেষ ফিচার যার দাম যথাক্রমে ১,১২,৯৯০ টাকা ও ১,৩৪,৯৯০ টাকা।

নতুন এই ল্যাপটপ গুলোর প্রত্যেক মডেলের সাথে থাকছে ১ বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি। নতুন এই ল্যাপটপটি এখন পাওয়া যাচ্ছে বাজারের বিভিন্ন দোকান ছাড়াও যেকোনো নামি ই -কমার্স সাইটে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy