দ্যা গ্রেট ব্রিটিশ টেডি বিয়ার (The Great British Teddy Bear) এর সঙ্গে এবার পিউঃবিজি (PUBG) মোবাইল একত্রে কিছু প্রসাধনী আনতে চলেছে। গেমিং ফ্রেন্ডসদেড় জন্য তারা অনেকগুলো items নিয়ে এসেছে। যেমন- রবিন হুড টেডি বিয়ার (Robin Hood Teddy Bear), শার্লক হোমস টেডি বিয়ার (Sherlock Holmes Teddy Bear), কভার (Cover), এবং প্যারাসুট (Parachute) সহ আরও অনেক কিছুই।
জেনেনিন কী কী মিশন করলে এই ইটেমসগুলো পাওয়া যাবে?
দ্যা গ্রেট টেডিকে আনলক (Unlock) করতে গেমারদের বেশ কিছু নতুন কাজ করতে হবে। সেই কাজগুলো পুরো হয়ে গেলে, এই ইভেন্টের জন্য যে একচেটিয়া ইন গেম পুরস্কার (Exclusive in-Game Rewards) গুলো আছে সেগুলো আনলক (Unlock) হবে। আবার সূত্র থেকে জানাযাচ্ছে যে আজকেই পাবজি এবং the great British teddy bear কোম্পানির কলাবোরেশন ইভেন্টটি লঞ্চ হচ্ছে। আজ থেকেই যে কোনও গেমার এই ইন-গেম রেয়ার্ডস গুলো কালেক্ট করতে পারবেন।rs