অনেকের বাড়ির আলমারিতেই অন্তত একটি বা দুটি পুরোনো ভিডিও গেইম কনসোল থাকতে পারে, যেগুলোতে ধুলো জমছে। তবে, সেগুলো কি কোনো ধরনের অ্যাডাপ্টার ছাড়া টেলিভিশনে সংযোগ করা সম্ভব? এমনই এক অসাধ্য কাণ্ড ঘটিয়েছেন সৌদি এক নাগরিক।
সম্প্রতি একটি টিভি’তে চারশ ৪৪ টি গেইম কনসোল যোগ করে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’-এ নাম লিখিয়েছেন রিয়াদের ইব্রাহিম আল-নাসের।
তার সংগ্রহে আছে কয়েকটি ক্লাসিক কনসোল। যেমন- সনি’র প্রথম প্লেস্টেশন, ‘নিনটেনডো ৬৪’ ও তার সবচেয়ে পছন্দের ‘সেগা জেনেসিস’, তাও ‘৩২এক্স’ ও ‘সেগা সিডি’র মতো অ্যাড-অন’সহ।
এইসব ‘প্লাগ অ্যান্ড প্লে’ ধাঁচের হ্যান্ডহেল্ড কনসোল দিয়ে ‘মিস প্যাক-ম্যান’ ও ‘ডিগ ডাগ’-এর মতো ক্লাসিক আর্কেড গেইম খেলার সুযোগ মেলে। এ ছাড়া, ‘হাইপারকিন সুপারবয়’-এর মতো আধুনিক হ্যান্ডহেল্ড কনসোল ও ‘ম্যাগনাভক্স অডিসে’র মতো অস্পষ্ট কনসোলও টিভি’তে যুক্ত করেছেন তিনি।
প্রতিটি কনসোলের গেইম একটি স্ক্রিনে খেলার সুবিধা পেতে বেশ কিছু ‘সুইচার’ ব্যবহার করেছেন আল-নাসের। আর এগুলোর লোকেশন ও সংযোগ স্থাপনের প্রক্রিয়া তিনি একটি এক্সেল স্প্রেডশিটে নথিভুক্ত করে রেখেছেন। এমনকি তার সংশ্লিষ্ট ঝামেলা এড়াতে নিজের সংগ্রহকে ভালোভাবে সাজিয়ে রেখেছেন তিনি। সে তুলনায়, অন্যরা একটি টিভিতে দুটি কনসোল যোগ করতে গেলেও ঝামেলা পাকিয়ে ফেলেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
তবে, কারো সংগ্রহে সবচেয়ে বেশি কনসোল থাকার রেকর্ড নয় এটি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর তথ্য অনুসারে, এর আসল রেকর্ডটি বর্তমানে টেক্সাস অঙ্গরাজ্যের গারল্যান্ড শহরের নাগরিক লিন্ডা গুইলরি’র দখলে, যার সংগ্রহে আছে দুই হাজার চারশ ৩০টি কনসোল।