GAME: অক্টোবরে আসছে কল অফ ডিউটি’র নতুন গেইম, দেখেনিন ট্রেইলার

খুব শিগগিরই আসছে কল অফ ডিউটি’র নতুন গেইম ‘ব্ল্যাক অপস ৬’।

অ্যাক্টিভিশনের তৈরি জনপ্রিয় এ গেইম সিরিজটির নতুন সংস্করণ প্রকাশের তারিখ ঠিক হয়েছে এ বছরের ২৫ অক্টোবর। আর এ সংস্করণে যেখানে ৯০ দশকের শুরুর দিকের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। আর একই দিনে মাইক্রোসফটের গ্রাহক সেবা ‘এক্সবক্স গেইম পাস’-এও আসবে গেইমটি।

ব্ল্যাক অপস ৬ গেইমটি তৈরির পেছনে কাজ করেছে মার্কিন ভিডিও গেইমিং কোম্পানি ‘ট্রেইয়ার্চ’ ও ‘র‌্যাভেন সফটওয়্যার’, যেখানে একটি নতুন পর্ব ও গেইম উন্মোচনের সময় ১৬টি নতুন ম্যাপ থাকবে, যেগুলো খেলা যাবে মাল্টিপ্লেয়ার মোডে। এর পাশাপাশি, গেইমটিতে নতুন ‘জম্বি’ অভিজ্ঞতাও থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তি সাইট ভার্জ।

জম্বি হল এমন এক ভীতিকর প্রাণী, যেখানে একজন মৃত ব্যক্তি জীবিত হয়ে ওঠে। তবে, তার মধ্যে মানুষের কোনো বৈশিষ্ট্য থাকে না। এমনকি এরা কোনো কিছু ভাবতেও পারে না। প্রচলিত ধারণা হল, এদের বৈশিষ্ট্য আক্রমণাত্মক হওয়ার পাশাপাশি এরা মানবখেকো হয়ে থাকে।

এর মূল পর্বটি ‘ব্ল্যাক অপস কোল্ড ওয়ার’ গেইমের প্রেক্ষাপট থেকে নেওয়া। এমনকি ‘ব্ল্যাক অপস ২’ গেইমের কিছু ঝলকও মিলবে এতে। প্রেক্ষাপটটি মূলত ৯০’র দশকের শুরুর দিকের অর্থাৎ স্নায়ু যুদ্ধ বা ‘কোল্ড ওয়ার’-এর শেষ মূহুর্তের।

পর্বটি বানিয়েছে র‌্যাভেন সফটওয়্যার, যেখানে সরকারি ষড়যন্ত্রের ভিত্তিতে পরিচালিত বেশ কিছু গুপ্তচর মিশন আছে। আর গেইমটিতে দক্ষিণ ইউরোপ, রাশিয়ার তুন্দ্রা, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মরুভূমির মতো অঞ্চলগুলোকে তুলে ধরা হয়েছে।

পাশাপাশি, গেইমে ৯০’র দশকের বিভিন্ন গ্যাজেট ও যন্ত্রপাতিও যোগ করেছে র‌্যাভেন, যেখানে পুরো পর্বজুড়ে কল অফ ডিউটি ফ্রাঞ্চাইজের দুই আইকনিক চরিত্র ফ্র্যাংক উডস ও রাসেল অ্যাডলারকেও দেখা যাবে।

এমনকি নতুন একটি ‘সেইফ হাউজ’ও আছে গেইমটিতে, যা মূলত একটি পরিত্যক্ত জমি ও সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবি’র ঘাঁটি। এটি কাজ করে গেইমের ‘ক্যাম্পেইন হাব’ হিসেবে, যেখান থেকে গেইমটির বিভিন্ন আপগ্রেড কনফিগার করতে ও মিশন বাছাই করতে পারবেন গেইমাররা।

এ ছাড়া, জম্বি ভক্তদের জন্য গেইমের পুরোনো ‘রাউন্ডভিত্তিক’ মোড ফিরিয়ে আনা হচ্ছে, যাতে গেইমাররা জম্বিদের বড় এক বহরের সঙ্গে লড়াই করতে পারেন। উন্মোচনের সময় এ মোডের জন্য নতুন দুটি ম্যাপ চালু হবে, যেখানে বিভিন্ন ধরনের অস্ত্র ও আপগ্রেড পাওয়া যাবে।

২৫ অক্টোবর থেকে এক্সবক্স ওয়ান, এক্সবক্স সিরিজ এস/এক্স, পিএস৪, পিএস৫ ও পিসি সংস্করণে গেইমটি পাওয়া যাবে। এ ছাড়া, প্রথম দিন থেকেই পিসি ও এক্সবক্স-এ সরাসরি প্রবেশাধিকার পাবেন এক্সবক্স গেইম পাস-এর গ্রাহকরা।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy