PUBG Mobile ব্যান হবার পর তার ভারতীয় ভার্সন Battlegrounds Mobile India ব্যান করা হয়েছে ভারতে। প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে গেমটিকে পুরোপুরি ভাবে সরিয়ে দেবা হয়। তাই জেনেনিন কেন গেমটিকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে, গেম ডেভেলপার সংস্থা KRAFTON গেমারদের বলেছে যে এ বিষয়ে বিশেষ তথ্য জানা গেলেই তারা গ্রাহকদের ইনফরমেড করবে।
অনুগ্রহ করে আমাদের থেকে পরবর্তী বার্তা শোনার জন্য আপনাদের অপেক্ষা করতে বলছি। আমরা আপনাদের BGMI গেমের মেজর আপডেট শীঘ্রই জানিয়ে দেব, যখন এ বিষয়ে সরকারের তরফে বিশেষ বার্তা পাব। আমরা আমাদের অংশীদারিত্বকে শক্তিশালী করার জন্য এবং সম্মিলিতভাবে ভারতে গেমিং ইকোসিস্টেমকে উৎসাহিত করার জন্য অপেক্ষা করে আছি।”
Instagram:
https://www.instagram.com/p/Cgrp0scNTIv/?utm_source=ig_web_copy_link