AI-ব্যবহার নিয়ে এবার ধর্মঘটে ভিডিও গেইম শিল্পীরা, জেনেনিন তাদের দাবি?

গেইমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার নিয়ে এবার হলিউডের অভিনয়শিল্পীদের ধর্মঘটের মুখে পড়েছে অ্যাক্টিভিশন, ওয়ার্নার ব্রাদার্স ও ওয়াল্ট ডিজনি’র মতো শীর্ষ ভিডিও গেইম নির্মাতা কোম্পানিগুলো।

এর আগে নতুন এক চুক্তির লক্ষ্যে বিভিন্ন কোম্পানি ও আড়াই হাজারের বেশি ভিডিও গেইম শিল্পীর একটি জোটের মধ্যে প্রায় দেড় বছর আলোচনা হয়েছে।

উভয় পক্ষই বলছে, তারা কিছু গুরুত্বপূর্ণ শর্ত যেমন শিল্পীদের চাকরি নিরাপত্তা ও বেতনের মতো বিষয়গুলোতে একমত হয়েছেন। তবে এর মধ্যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সংশ্লিষ্ট সুরক্ষার বিষয়টি।

এই বিক্ষোভ কর্মসূচীর আহ্বান জানিয়েছে ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অফ টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস (স্যাগ-আফট্রা)’, যারা গত বছর সিনেমা ও টেলিভিশনের অভিনয়শিল্পীদেরকে দিয়ে ধর্মঘট করিয়ে পুরো হলিউডকেই পঙ্গু করে দিয়েছিল বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

গেইম সংশ্লিষ্ট অভিনয়শিল্পীদের উদ্বেগের বিষয় হল, গেইমিং স্টুডিওগুলো জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করে তাদের কণ্ঠস্বর ও ভিডিও গেইমের বিভিন্ন চরিত্রের শারীরিক অঙ্গভঙ্গি নকল করতে পারে, তাও তাদেরকে ন্যায্য ক্ষতিপূরণ না দিয়েই।

“চুক্তিতে অনেক বিষয় সুরাহা হলেও গেইমিং কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা এআই থেকে সুরক্ষার বিষয়ে পরিষ্কার ভাষায় কিছু বলতে রাজি নন,” বিবৃতিতে বলেছে স্যাগ-আফট্রা।

“আমরা এমন কোনো চুক্তিতে সম্মতি দেব না, যেখানে বিভিন্ন কোম্পানি এআই অপব্যবহার করে আমাদের সদস্যদের ক্ষতি করবে।”

তবে, ভিডিও গেইম স্টুডিওগুলো বলে আসছে, ইউনিয়নের দাবি পূরণের লক্ষ্যে তারা এরইমধ্যে চুক্তিতে অনেক ছাড় দিয়েছে।

“আমরা চুক্তির একেবারে কাছাকাছি পর্যায়ে থাকলেও ইউনিয়নের সেটা থেকে সরে আসার সিদ্ধান্ত খুব হতাশাজনক,” বলেন স্যাগ-আফট্রা’র সঙ্গে এ চুক্তির আলোচনা করা ১০টি ভিডিও গেইম নির্মাতা কোম্পানির পক্ষের মুখপাত্র অড্রি কুলিং।

“আমাদের এ প্রস্তাবনায় স্যাগ-আফট্রা’র উদ্বেগের বিষয়টি নিয়ে সরাসরি জবাব রয়েছে। এমনকি অর্থপূর্ণ উপায়ে এআই ব্যবহারের বেলায় ‘ইন্টার‍্যাক্টিভ মিডিয়া এগ্রিমেন্ট’-এর অধীনে থাকা সকল শিল্পীর সম্মতি নেওয়া ও ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার শর্তও উল্লেখ আছে এতে।”

বিভিন্ন ভিডিও গেইমের চরিত্র হিসেবে ক্যামেরার সামনে কাজ করা ও গেইমে কণ্ঠস্বর দেওয়া শিল্পীরা এ ইন্টার‍্যাক্টিভ মিডিয়া এগ্রিমেন্টের আওতাভুক্ত।

দুই পক্ষের মধ্যে সর্বশেষ এমন চুক্তিতে এআই সুরক্ষার বিষয়টি উল্লেখ ছিল না, যেটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের নভেম্বরে। তবে, এর পর থেকে আলোচনার নাম করে এ চুক্তির মেয়াদ এক মাস করে বাড়ানো হচ্ছে।

গত বছর স্যাগ-আফট্রার আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচির পর যুক্তরাষ্ট্রের টিভি ও সিনেমার অভিনয়শিল্পীরা নতুন বেতন ও সুবিধাওয়ালা একশ কোটি ডলারের চুক্তি জিতেছিলেন। পাশাপাশি, এআই ব্যবহারের ক্ষেত্রে সুরক্ষার বিষয়টিও উল্লেখ ছিল এতে।

ইউনিয়নের ৯০ বছরের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ধর্মগট ছিল এই ১১৮ দিনের শাটডাউন।

বিনোদনভিত্তিক প্রকাশনা ‘ডেডলাইন’-এর তথ্য অনুসারে, এর সঙ্গে লেখকদের ডাকা ধর্মঘট সমন্বিত হওয়ার পর টিভি ও সিনেমা নির্মাণ খাতে ব্যাপক ব্যাঘাত সৃষ্টি হয়, যেখানে সাড়ে ছয়শ কোটি ডলারের বেশি আর্থিক লোকসান গুনেছিল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy