গেমিংয়ে পুরনো অভিজ্ঞতা দেবে অ্যানবারনিক, ফিরিয়ে দেবে সেই নস্টালজিয়া

সত্তর থেকে নব্বইয়ের দশকের দিকে যাদের জন্ম তাদের ছোটবেলায় অনেক স্মৃতিবিজড়িত জিনিস রয়েছে, যেগুলো আধুনিক যুগে বিলীন। এর মধ্যে গেম খেলার জন্য যে হ্যান্ডহেল্ড ডিভাইস রয়েছে সেটিও তখনকার সময়ে সবার শৈশবের অন্যতম একটি বিষয় ছিল। পাজল গেম বা ট্যাংক যুদ্ধ খেলার জন্য সে সময় সবার হাতেই এ রকম ডিভাইস ছিল। সময়ের সঙ্গে সেসব ডিভাইসও হারিয়ে গেছে। তবে নতুন প্রজন্মকে সেই শৈশবের সঙ্গে পরিচয় করিয়ে দিতে নতুন রেট্রো গেমিং হ্যান্ডহেল্ড বাজারজাত শুরু করেছে অ্যানবারনিক। খবর গিজমোচায়না।

২০২২ সালের ডিসেম্বরেই আরজি৩৫এক্সএক্স গেমিং হ্যান্ডহেল্প প্রকাশ্যে আনে অ্যানবারনিক। বর্তমানে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও ডিভাইসটি যুক্ত করা হয়েছে। এ ডিভাইস আদি আমলের ক্ল্যাসিক গেম বয় ডিজাইনে তৈরি করা হয়েছে। এতে পুরোপুরি লেমিনেটেড ৩ দশমিক ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে রয়েছে, যার রেজল্যুশন ৬৪০–৪৮০ পিক্সেল। ডিভাইসটিতে এআরএম বা আর্ম করটেক্স এ৯ ভিত্তিক প্রসেসর রয়েছে এবং আসপেক্ট রেশিও ৪:৩।

চিপসেটটিতে চারটি এআরএম করটেক্স-এ৯ সিপিইউ কোর ও পাওয়ারভিআর এসজিএক্স৫৪৪এমপি জিপিইউর আলাদা চারটি কোর রয়েছে। অ্যানবারনিক রেট্রো গেমিং হ্যান্ডহেল্ড ডিভাইসটিতে ৬৪ জিবি মাইক্রোএসডি কার্ড স্টোরেজ এবং ২৫৬ এমবি ডিডিআরথ্রি র্যাম রয়েছে। ইন্টারনাল স্টোরেজ ৫১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানোর জন্য ডিভাইসটিতে দ্বিতীয় আরেকটি মাইক্রোএসডি কার্ড স্টোরেজ দেয়া হয়েছে। তবে হ্যান্ডহেল্ড ডিভাইস হিসেবে অ্যানবারনিকে মাত্র ২ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, একবারের চার্জে ডিভাইসটি ৫ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। অ্যানবারনিকের ওয়েবসাইট থেকে গেমাররা আরজি৩৫এক্সএক্স কেনার অর্ডার দিতে পারবে। এর দাম ৫৫ দশমিক ৯৯ ডলার থেকে শুরু। প্রথম পর্যায়ে ধূসর, সাদা ও বেগুনি রঙে ডিভাইসটি কেনা যাবে।