জুনে আসছে নিনটেনডোর সুইচ ২ কনসোল, প্রতীক্ষার অবসান গেমারদের

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গেইমিং কনসোল নির্মাতা জাপানি কোম্পানি নিনটেন্ডো তাদের বহুল প্রতীক্ষিত নতুন কনসোল ‘সুইচ ২’-এর আনুষ্ঠানিক ঘোষণা করেছে। গেইমারদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই নতুন কনসোলটি চলতি বছরের ৫ জুন বাজারে আসবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। এর খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৪৯.৯৯ মার্কিন ডলার।

কোম্পানিটির এই নতুন কনসোল নিয়ে কাজ করার খবর প্রথম প্রকাশ্যে আসে জানুয়ারি মাসে। সেই সময় নিনটেন্ডো একটি নতুন ভিডিওতে কনসোলটির উন্নত সংস্করণ দেখিয়েছিল। পূর্বের মডেলের মতোই দেখতে হলেও, এই নতুন সংস্করণে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, নতুন কনসোলটিতে একটি বড় এবং উচ্চ রেজোলিউশনের স্ক্রিন থাকবে। এছাড়াও, এর কন্ট্রোলারগুলি বিচ্ছিন্ন করা যাবে এবং সেগুলি চুম্বকের সাহায্যে সহজেই কনসোলের সঙ্গে যুক্ত করা যাবে।

নিনটেন্ডো জানিয়েছে, নতুন কনসোলটিতে বেশ কিছু আধুনিক সামাজিক যোগাযোগের ফিচার যোগ করা হয়েছে। এর মধ্যে প্রধান আকর্ষণ হল ‘গেইমচ্যাট’ নামের একটি নতুন টুল। এই ফিচারের মাধ্যমে গেইমাররা গেইমিংয়ের সময় তাদের বন্ধুদের সঙ্গে ভয়েস বা ভিডিও চ্যাটের সুবিধা উপভোগ করতে পারবেন।

জাপানের এই বিখ্যাত গেইমিং সংস্থাটি আরও জানিয়েছে, এই কনসোলের মাধ্যমে একজন ব্যবহারকারী একটি গেইম অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন। এমনকি তিনজন বন্ধু একসঙ্গে একটি গেইম খেলতে পারবেন, সেই বন্ধুদের গেইমটির মালিকানা না থাকলেও।

বহু প্রতীক্ষিত এই কনসোলটি মূল নিনটেন্ডো সুইচের জনপ্রিয় ডিজাইন ধরে রেখেছে, যা ২০১৭ সালে বাজারে আসার পর থেকেই গেইমিং অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। প্রকাশের পর থেকে এই কনসোলটির ১৫ কোটিরও বেশি ইউনিট বিক্রি হয়েছে।

সম্প্রতি একটি লাইভস্ট্রিমে নতুন কনসোল সম্পর্কে বিস্তারিত আলোচনা করার সময় নিনটেন্ডো আসন্ন কনসোল বাজারে আসার সঙ্গে সঙ্গেই বেশ কিছু নতুন গেইম আনারও ঘোষণা করেছে। এর মধ্যে অন্যতম আকর্ষণ হল ‘মারিও কার্ট ওয়ার্ল্ড’, যা জনপ্রিয় রেসিং সিরিজের একটি ওপেন ওয়ার্ল্ড সংস্করণ হতে চলেছে।

নতুন কনসোলটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসার আগে, গেইমিং কোম্পানিটি বিশ্বের বিভিন্ন শহরে তাদের পণ্যটি নিয়ে বিশেষ ইভেন্টের আয়োজন করবে। নিনটেন্ডো জানিয়েছে যে তারা বেশ কয়েকটি দেশে ‘নিনটেন্ডো সুইচ ২ এক্সপেরিয়েন্স’ ইভেন্ট আয়োজন করবে, যেখানে গেইমাররা এই নতুন কনসোল সিস্টেমের সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পাবেন। এর অংশ হিসেবে ১১ থেকে ১৩ এপ্রিল লন্ডনের প্রদর্শনী কেন্দ্র এক্সেলে একটি বিশেষ ইভেন্টের আয়োজন করা হয়েছে।

নিনটেন্ডোর প্রেসিডেন্ট শুনতারো ফুরুকাওয়া এই নতুন কনসোলটিকে কোম্পানি এবং তাদের গ্রাহকদের জন্য একটি ‘লিপ ফরোয়ার্ড’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “কনসোলটির নতুন বিভিন্ন ফিচার গেইমারদের গেমিং অভিজ্ঞতার নানা সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলবে। আমি সত্যিই বিশ্বাস করি, নিনটেন্ডো ব্যবহার করেন এমন প্রত্যেকের মুখে হাসি ফোটাবে আমাদের এই নতুন কনসোল সুইচ ২।”