পিএস৫ প্রো আনার ঘোষণা দিল সনি, জেনেনিন কবে আসছে বাজারে?

নতুন কনসোল ‘প্লেস্টেশন ৫ প্রো’ বাজারে আনার ঘোষণা দিয়েছে জাপানের টেক জায়ান্ট সনি।

কোম্পানির দাবি, এ শক্তিশালী হার্ডওয়্যার নতুন ও পুরোনো উভয় গেইমের অভিজ্ঞতা আরও উন্নত করবে।

পিএস৫-এর প্রধান প্রকৌশল মার্ক সার্নি বলেছেন, নতুন এ কনসোলটির মূল মনযোগ ‘বিগ থ্রি’ ফিচারের দিকে। সেগুলো হল, আগের চেয়ে বড় জিপিইউ, উন্নত ‘রে ট্রেসিং’ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা বিভিন্ন গেইমের অভিজ্ঞতা আগের চেয়ে উন্নত করা।

আপগ্রেড করা জিপিইউ’র মানে দাঁড়ায় বর্তমান পিএস৫-এর চেয়ে ৬৭ শতাংশ বেশি কম্পিউটিং ইউনিট ও ২৮ শতাংশ দ্রুতগতির মেমরি। সনি বলেছে, এর মাধ্যমে বিভিন্ন গেইম রেন্ডারিংয়ের গতি বাড়তে পারে ৪৫ শতাংশ পর্যন্ত।

উন্নত রে ট্রেসিংয়ের বেলায় এমন এক নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা একটি পড়ন্ত আলোর মতো দেখায়, যা খালি জায়গায় প্রতিফলিত হচ্ছে। এর মানে ওই আলোতে বর্তমান কনসোলের চেয়ে তিন গুন দ্রুতগতি অর্জন করা সম্ভব।

আর এআই থেকে বিভিন্ন গেইমের অভিজ্ঞতা আগের চেয়ে উন্নত করার ক্ষেত্রে মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যা গেইমে নতুন খুঁটিনাটি যোগ করে বলে দাবি সনির।

কনসোলটি বাজারে আসবে ৭ নভেম্বর, যার দাম পড়বে প্রায় সাতশ ডলার। আর এর নকশা তৈরি হয়েছে ‘পিএস৫ স্লিম’ থেকে অনুপ্রেরণা নিয়ে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy