News

‘কল অব ডিউটি’: ওয়ারজোন মোবাইল’ বন্ধ হয়ে গেল, হতাশ মোবাইল গেম প্রেমীরা

বিশ্বজুড়ে কোটি কোটি গেমারের জনপ্রিয় শ্যুটিং ফ্র্যাঞ্চাইজি ‘Call of Duty’ সিরিজের মোবাইল সংস্করণ ‘Call of Duty: Warzone Mobile’ অবশেষে বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে এর প্রকাশক অ্যাক্টিভিশন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গেমটি তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং খেলোয়াড়দের অভিজ্ঞতাও তেমন ভালো ছিল না। একারণে তারা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

গত বছরের মার্চে বিশ্বব্যাপী উন্মোচনের সময় ‘ওয়ারজোন মোবাইল’ গেমটি গেমারদের মধ্যে বিপুল আগ্রহ তৈরি করেছিল। পিসি এবং কনসোল প্ল্যাটফর্মে ‘ওয়ারজোন’ তার তীব্র ব্যাটেল রয়্যাল অভিজ্ঞতার জন্য সুপরিচিত। সেই একই রোমাঞ্চ মোবাইলে পাওয়া যাবে—এই আশায় লাখ লাখ গেমার অধীর আগ্রহে গেমটি ডাউনলোড করেছিলেন।

কিন্তু বাস্তবে গেমটি গেমারদের হতাশ করে। নানা ধরনের সমস্যা গেমারদের অভিজ্ঞতায় বাধা হয়ে দাঁড়ায়। এর মধ্যে ছিল:

এই সমস্যাগুলোর কারণে ধীরে ধীরে গেমটির ব্যবহারকারীর সংখ্যা কমতে থাকে এবং এটি প্রত্যাশিত জনপ্রিয়তা ধরে রাখতে ব্যর্থ হয়।

অ্যাক্টিভিশন তাদের এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করেছে, “ওয়ারজোন মোবাইল মোবাইল গেমারদের জন্য যে অভিজ্ঞতা দিতে চেয়েছিলাম, তা আমরা দিতে পারিনি। একারণে আমরা এই ভার্সনটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।”

আজ অর্থাৎ ১৮ মে ২০২৫ থেকেই গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে গেমটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে অ্যাক্টিভিশন জানিয়েছে, যারা ১৯ মে’র আগেই গেমটি ডাউনলোড করে রেখেছেন, তারা হয়তো আরও কিছুদিন গেমটি খেলতে পারবেন। তবে ঠিক কতদিন এটি চালু থাকবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

গেমটি বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় বিশ্বব্যাপী গেমারদের প্রতিক্রিয়া মিশ্র। অনেকেই সোশ্যাল মিডিয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ তারা ভাবতে পারেননি ‘Call of Duty’-এর মতো একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির মোবাইল গেম এত দ্রুত বন্ধ হয়ে যাবে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অনেক গেমার দীর্ঘদিন ধরেই গেমটির নানা সমস্যার কথা বলছিলেন। অনেকে বলছেন, “যদি গেমটিকে ভালোভাবে অপ্টিমাইজ করা হতো, তাহলে এটি অবশ্যই সফল হতো। অ্যাক্টিভিশন হয়তো পর্যাপ্ত মনোযোগ দেয়নি।”

উল্লেখ্য, অ্যাক্টিভিশনের আরেকটি জনপ্রিয় মোবাইল গেম ‘Call of Duty: Mobile’ এখনও চালু রয়েছে এবং ভালো পারফর্ম করছে। অনেকেই ধারণা করছেন, ওয়ারজোন মোবাইল বন্ধ করে দিয়ে অ্যাক্টিভিশন হয়তো তাদের মূল ‘Call of Duty: Mobile’-এর উন্নয়ন এবং নতুন কনটেন্ট যুক্ত করার দিকে আরও বেশি মনোযোগ দেবে।

Exit mobile version