Yamaha-নিয়ে আসছে আকর্ষণীয় লুকের দুটি ইলেকট্রিক স্কুটি, দেখে নিন NEO এবং EO1 ফিচার্স

সারা দেশজুড়ে ক্রমাগত বাড়তে থাকা পরিবহন জ্বালানির অগ্নিমূল্যের কারণে এখন দেশবাসী ঝুঁকছে বৈদ্যুতিন পরিবাহকের দিকে আর সেই কারণেই পরিবেশ সচেতন এবং পরিবেশবান্ধব ইলেকট্রনিক বাইক,স্কুটি,স্কুটার প্রভৃতি মার্কেটে লঞ্চ করার প্রতিযোগিতায় নেমেছে দেশের বৃহত্তর অটোমোবাইল কোম্পানিগুলি। প্রতিদিন গ্রাহক চাহিদা বাড়তে থাকায় এইবার দুটি সর্বোত্তম ইলেকট্রিক স্কুটার সহযোগে ভারতীয় মার্কেটের বৈদ্যুতিন সেগমেন্টে হাতেখড়ি দিতে চলেছে ইয়ামাহা।

বাজারে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে এই কোম্পানির দুটি বৈদ্যুতিন স্কুটার যাদের নাম NEO এবং EO1। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই স্কুটারগুলির ফিচারস সমূহ-

Yamaha NEO-

68 কিলোমিটার রেজ্ঞযুক্ত ইয়ামাহা নিও হল একটি সিটি কমিউটার। যার মধ্যে রয়েছে 50.4 V,v19.2 Ah Li-ion দুটি ইন্টারচেঞ্জবেল ব্যাটারি। এছাড়াও স্মার্ট কি ইন্টিগ্রেশন,স্মার্টফোনের সাথে কাজ করতে সক্ষম কমপ্লিটলি ডিজিটাল এলসিডি ইন্সট্রুমেন্টসহ এলইডি হেড ল্যাম্প,টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্ক এবং মনো-শক রেয়ার সাসপেনশন সহ একাধিক মডার্ন এবং হাই এন্ড টেকনোলজি থাকছে এই স্কুটারে। এছাড়াও 27 লিটারের ষ্টোরেজ স্পেস থাকছে সিটের নিচে।

Yamaha EO1-

100 কিলোমিটারের বেশি রেজ্ঞযুক্ত ও এলইডি লাইট টাচস্ক্রিন ডিসপ্লেযুক্ত এই স্কুটারে থাকছে স্মার্টফোন কানেকশন,ইনবিল্ট সিম কার্ড, রিজেনারেটিভ ব্রেক ও তার সাথে ড্রাইভিং মোড যা সাধারণত তিন ধরনের ইকো,নরমাল এবং পাওয়ার।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy