‘Yamaha’র সুপার স্টাইলিশ MT15 বাইক শিগ্রই লঞ্চ হবে ভারতীয় বাজারে,দেখুন আকর্ষণীয় ফিচার্স গুলো

বিখ্যাত গাড়ি কোম্পানি ইয়ামাহা আর কিছুদিনের মধ্যেই লঞ্চ করতে চলেছে তাদের নতুন বাইক MT15। খুব সম্ভবত আর কিছুদিনের মধ্যে বাজারে লঞ্চ হতে চলেছে বাইকটি। ইতিমধ্যে ডিলারশিপে বাইকটি বুক করাও শুরু হয়ে গেছে। ইয়ামাহার পক্ষ থেকে নতুন বাইকটির নাম রাখা হয়েছে Yamaha MT15 V2.0। ইয়ামাহা তাদের এই নতুন বাইকটির ছবি ইতিমধ্যে শেয়ার করেছে সকলের জন্য।

এই বাইকটিতে 155cc লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ব্যবহার করা হয়েছে যা সর্বাধিক 10000 rpm এ গতিতে 18.1 bhp ক্ষমতা তৈরি করতে পারে। এছাড়াও এই ইঞ্জিন 7500 rpm এ 14.2 ন্যানোমিটার গতিতে সর্বাধিক টর্ক জেনারেট করতে পারে। এক্সট্রা ফিচারস হিসেবে পেয়ে যাবেন কুইক শিফটার, ট্রাকশন কন্ট্রোল ও 6 স্পিড ট্রান্সমিশনের মতো ফিচারস। তথ্যানুযায়ী এই বাইকটি আগের থেকে আরও অনেক কালার অপশন নিয়ে বাজারে আসবে। এছাড়াও এখানে সোনালী রংয়ের ফর্কের পরিবর্তে পেয়ে যাবেন অন্য রঙের ফর্ক।

এই বাইকটির ইঞ্জিন থেকে শুরু করে সবকিছুই নেওয়া হয়েছে ইয়ামাহার R15 গাড়ি থেকে। বলা যেতে পারে MT15 গাড়িটি ইয়ামাহার YZF-R15 V4 এর স্ট্রিট নেকেড মডেল। তবে বলা যেতে পারে এই নতুন বাইকটি একটি সুপার বাইক। আর আপনি যদি সুপার বাইক পছন্দ করে থাকেন তবে আজই 5000 থেকে 10000 টাকার টোকেন ব্যবহার করে বুক করে নিতে পারেন।

কোম্পানির পক্ষ থেকে গাড়িটির দাম রাখা হয়েছিল 1 লক্ষ 46 হাজার টাকা। তবে পরবর্তীকালে এই বাইকটি দাম বৃদ্ধি করতে পারে কোম্পানি। মনে করা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে বাইকটির মধ্যে নতুন কিছু পরিবর্তন এনে কিছুটা দাম বৃদ্ধি করে বাজারে লঞ্চ করা হবে। তবে ইমাহার এই নতুন বাইকটি সকলের মধ্যে কেমন সাড়া ফেলবে তা সময়ই বলবে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy