OMG! স্কুটির দাম ৭১ হাজার, নম্বরপ্লেটে খরচ গেলো ১৫ লাখ! জানলে অবাক হবেন আপনিও

একটি সুপার ভিআইপি নম্বরপ্লেট কিনতে ১৫ লাখ টাকা খরচ করেছেন ভারতের এক ব্যক্তি। তার চেয়েও মজার বিষয়, ওই নম্বরপ্লেট তিনি বসাবেন মাত্র ৭১ হাজার টাকাতে কেনা স্কুটিতে। অর্থাৎ গাড়ির তুলনায় তার নম্বরপ্লেটের দাম দাঁড়াচ্ছে অন্তত ২১ গুণ বেশি।

সম্প্রতি রাজ্যের বাড়তি আয়ের ব্যবস্থা করতে বেশ কিছু ভিআইপি নম্বরপ্লেট নিলামে তোলার ঘোষণা দেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। সেই মোতাবেক চণ্ডিগড় রেজিস্টারিং অ্যান্ড লাইসেন্সিং অথোরিটির কাছ থেকে নিলামে ০০০১ নম্বরপ্লেটটি কেনেন ব্রিজ মোহন নামে এক ব্যক্তি।

চণ্ডিগড়ের বাসিন্দা ব্রিজ মোহন একটি বিজ্ঞাপনী সংস্থা চালান। নিলামে ০০০১ ভিআইপি নম্বরপ্লেটের জন্য তার খরচ করতে হয়েছে পাক্কা ১৫ লাখ ৪৪ হাজার টাকা।

ব্রিজ জানিয়েছেন, আগামী দীপাবলিতে নতুন গাড়ি কিনে তাতে ওই ভিআইপি নম্বরপ্লেট বসাবেন। কিন্তু তার আগপর্যন্ত এটি একটি কমদামি স্কুটিতে লাগানো থাকবে। ভারতের বাজারে হোন্ডা অ্যাক্টিভা মডেলের সেই স্কুটারের দাম মাত্র ৭১ হাজার টাকা।

জানা গেছে, চণ্ডিগড় রেজিস্টারিং অ্যান্ড লাইসেন্সিং অথোরিটি মোট ৩৭৮টি লাইসেন্সপ্লেট নিলামে তুলেছিল। এ থেকে তাদের বাড়তি আয় হয়েছে প্রায় দেড় কোটি টাকা।

ব্রিজের কেনা ০০০১ নম্বরপ্লেটটি এতদিন হরিয়ানা সরকারের ১৭৯টি গাড়িতে ব্যবহৃত হচ্ছিল, যার মধ্যে মুখ্যমন্ত্রীর গাড়িই ছিল চারটি। কিন্তু মুখ্যমন্ত্রী নম্বরপ্লেটগুলো বিক্রির জন্য দিয়ে দেন এবং নিলামে সেগুলোর ভিত্তিমূল্য পাঁচ লাখ টাকা নির্ধারণ করেন।

একাধিক সূত্র জানিয়েছে, জনগণের মধ্যে ভিআইপি নম্বরপ্লেটের ব্যাপক চাহিদা থাকায় সেগুলো বিক্রি করে রাজ্য সরকার ১৮ কোটি টাকা পর্যন্ত আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy