CAR: শীতে গাড়ির যত্নে যেসব বিষয় খেয়াল রাখবেন, জেনেনিন বিশেষ যত্নের উপায়গুলো

শীতে গাড়ির যত্নে বিশেষ সতর্কতা অবশ্যই মানতে হবে। কারণ এসময় গাড়ির নানান সমস্যা দেখা দিতে পারে। তীব্র ঠান্ডা শুধু মানব শরীরেই নয়, গাড়ির উপরেও প্রভাব ফেলে। বিগড়ে যায় বিভিন্ন কলকবজা। তাই এই সময় গাড়ি রাখতে হয় সাবধানে। তবে কয়েকটা জিনিস খেয়াল রাখলেই এসব ঝামেলা থেকে মুক্তি পাবেন।
জেনে নিন সেসব-

গাড়ির লাইট
গাড়ির আলো ঠিক আছে কি না সবসময় দেখা উচিত। শীতকালে সূর্য তাড়াতাড়ি অস্ত যায়। অর্থাৎ সূর্যের আলো কম। রাতে গাড়ির আলোর ব্যবহার হয় বেশি। তাই গাড়ির লাইট যেমন হেড লাইট, টেল লাইট, টার্ন ইন্ডিকেটর এবং রিভার্স হেডল্যাম্পগুলো ঠিকমতো কাজ করছে কি না দেখে নিন।

ইঞ্জিন অয়েল
অনেকেই দীর্ঘদিন একই ইঞ্জিন অয়েল বা কুল্যান্ট ব্যবহার করতে থাকেন। সময়ে সময়ে টপ আপ করেন বটে, কিন্তু পাল্টান না। শীতকালে ইঞ্জিন অয়েল রিফিল করা উচিত। এই সময় ঠান্ডা আবহাওয়ার উপযুক্ত হালকা ইঞ্জিন অয়েল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। আবহাওয়া অনুযায়ী সঠিক ইঞ্জিন অয়েল কোনটা? ইঞ্জিন অয়েল প্রস্তুতকারকদের ম্যানুয়ালেই এই বিষয়ে বিশদে লেখা থাকে।

ব্যাটারর পরীক্ষা করুন
ঠান্ডা আবহাওয়ায় অপারেটিং করাটা গাড়ির ব্যাটারির কাছে বিশাল চ্যালেঞ্জিং। বিশেষ করে গরমের তুলনায় ব্যাটারির কাজ কঠিন হয়ে যায়। শীতকালে লং ড্রাইভে বেরনোর আগে গাড়ির ব্যাটারি সঠিক কন্ডিশনে আছে কি না দেখে নিতে হবে।

উইন্ডশিল্ড এবং ওয়াইপার পরীক্ষা করুন
উইন্ডশিল্ডে কোনোও ছিদ্র আছে কি না বা জল পড়ছে কি না পরীক্ষা করে দেখতে হবে। ঠান্ডা আবহাওয়ায় কুয়াশা জমে এই ধরনের ছিদ্র হামেশাই হয়। তাই উইন্ডশিল্ড নিখুঁত আছে কি না সেটাও দেখে রাখার পরামর্শ দেওয়া হয়।

ব্রেক এবং টায়ার পরীক্ষা করুন
নিয়মিত টায়ারের রক্ষণাবেক্ষণ প্রয়োজন। টায়ারে বায়ুর চাপ নির্ধারিত সীমা পর্যন্ত রয়েছে কি না তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি টায়ারের থিকনেসও পরীক্ষা করা উচিত। এই ৫ জিনিস ঠিক থাকলে শীতেও গাড়ি চাঙ্গা থাকবে।

সূত্র: অটো কার ইন্ডিয়া

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy