Bajaj Pulsar 125 রিভিউ: কম খরচে দুর্দান্ত স্ট্যাইল, জেনেনিন বিশেষ ফিচার গুলো

150 cc মোটরসাইকেলের বাজারে বহু দিন ধরে দাপট দেখিয়েছে Bajaj Pulsar। প্রতি মাসে প্রায় 65,000 Bajaj Pulsar 150 বিক্রি হয়। এবার 125cc বাজারে এই সাফল্য দেখাতে চাইছে Bajaj। সম্প্রতি লঞ্চ হয়েছে নতুন Bajaj Pulsar 125। এই মোটরসাইকেলে রয়েছে একটি 125cc ইঞ্জিন। কেমন পারফর্ম করল নতুন Bajaj Pulsar 125? জানার জন্য এই রিভিউ পড়ুন।

ডিজাইন ও ফিচার্স
Pulsar 125 মোটরসাকেলে Pulsar 150 Neon এর ডিজাইন ব্যবহার করেছে Bajaj Auto। এমনকি আকারেও এই দুই মোটরসাইকেলের মাপ একই। প্রথম ঝলকে নতুন Bajaj Pulsar 125 দেখে অনেকেই Pulsar 150 Neon ভেবে ভুল করবেন। যদিও Pulsar 125 মোতরসাইকেলে আলাদা রঙ ও গ্রাফিক্স ব্যবহার হয়েছে।

Pulsar 150 Neon মোটসাইকেল গ্রাহকদের এই বিষয়টি পছন্দ না হলেও Bajaj Pulsar 125 এ রয়েছে মাসকুলার লুক। নতুন এই 125cc ইঞ্জিনের মোটরসাইকেলের ওজন 140 কিলোগ্রাম। ডিজাইনে বেশি পরিবর্তন না করলেও Bajaj Pulsar 125 মোটরসাইকেলে ব্যবহার হয়েছে কম ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন।

পারফর্মেন্স, রাইড ও হ্যান্ডলিং
Bajaj Pulsar 125 মোটরসাইকেলের 125cc ইঞ্জিনে 11.8 bhp শক্তি আর 11 Nm টর্ক পাওয়া যাবে। এই মুহুর্তে বাজারে এটাই সবথেকে শক্তিশালী 125cc ইঞ্জিন। খুব সহজেই ট্রাফিকে স্পিড তুলতে পারে Bajaj Pulsar 125। খুব সহজেই এই মোতরসাইকেল 80 কিমি প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে। ভালো রাস্তা পেলে 100 কিমি প্রতি ঘন্টার বেশি গতিবেগ তুলতে পারে এই মোটরসাইকেল।

80-85 কিমি প্রতি ঘটায় চালালে এই মোট্রসাইকেলে কোন কম্পন অনুভব হবে না। Pulsar 125 এর ওজন 140 কিলোগ্রাম। বাজারে অন্য যে কোন 125cc মোতরসাইকেলের থেকে Pulsar 125 এর ওজন বেশি। 125 cc ইঞ্জিনের সাথে এই মোটরসাইকেলে 5 স্পিড গিয়ারবক্স থাকছে।

দাম ও প্রতিযোগী
Bajaj Pulsar 125 এর এক্স শোরুম দাম 64,000 টাকা। বেস ভেরিয়েন্টে থাকছে ড্রাম ব্রেক। ডিস্ক ব্রেক ভেরিয়েন্টে Pulsar 125 এর এক্স শোরুম দাম 66,618 টাকা। মাত্র 6,000 টাকা বেশি খরচ করলেই Bajaj Pulsar 150 Neon কেনা যাবে। কোম্পানি জানিয়েছে এক লিটার পেট্রলে 57.5 কিমি রাস্তা চলতে পারে Pulsar 125। তবে রাস্তায় চলার সময় 40-45 কিমি মাইলেজ পাওয়া যাবে।

প্রতি মাসে গোটা দেশে 2 লক্ষের বেশি 125 cc সেগমেন্টের মোটরসাইকেল বিক্রি হয়। অনেকদিন ধরেই এই সেগমেন্টের দখল রেখেছে Honda CB Shine। এছাড়াও ভারতে 125cc সেগমেন্টে বেশ জনপ্রিয় Honda Glamour। এই দুই মোটরসাইকেলে 60 কিমির বেশি মাইলেজ পাওয়া যায়।

তবে Pulsar ব্র্যান্ডের উপর নির্ভর করে ভারতে 125 cc সেগমেন্টের দখল নিতে চাইছে Bajaj Auto। আগামী বছর BS6 ইঞ্জিনের মোটরসাইকেল লঞ্চ হতে শুরু করলে দেশে মোটরসাইকেলের দাম অনেকটা বেড়ে যাবে। প্রিমিয়াম সেগমেন্টের ডিজাইন ব্যবহার করে 125cc সেগমেন্টে সাফল্যের স্বপ্ন দেখছে কোম্পানি।

মতামত
Bajaj Pulsar 125 মোটরসাইকেলে রয়েছে একটি মসৃণ, নতুন ও শক্তিশালী ইঞ্জিন। এই মোটরসাইকেলে দুর্দান্ত রাইডিং অভিজ্ঞতা পাওয়া যাবে। প্রিমিয়াম ডিজাইনের এই মোটরসাইকেল এই সেগমেন্টের অন্য যে কোন মোটরসাইকেলের থেকে ভালো পারফর্মেন্স দেবে। Pulsar চালিয়ে কম পেট্রল পোড়ানোর ইচ্ছা থাকলে এই মোটরসাইকেল চালিয়ে দেখতে পারেন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy