উদ্বোধন হলো ইয়ামাহার অত্যাধুনিক বাইক R15 V4 ও FZ-x, জেনেনিন ফিচারগুলো
May 23, 2022

প্রতিবছর গ্রাহকদের জন্য আধুনিক প্রযুক্তির মোটরসাইকেল বাজারে নিয়ে আসে ইয়ামাহা। এরই ধারাবাহিকতায় উদ্বোধন করা হল ইয়ামাহার প্রিমিয়াম স্পোর্টস সেগমেন্টের মোটরসাইকেল R15 V4 এবং রেট্রো সেগমেন্টের FZ-X বাইক।
নতুন স্পোর্টস লুকের সাথে R15 V4 -এ রয়েছে অত্যাধুনিক সব ফিচারস্। যার মধ্যে কুইক শিফটার, ট্রেকশন কন্ট্রোল সিস্টেম, USD সাসপেনশন গ্রাহকদের নজর কাড়বে।
অন্যদিকে নতুন রেট্রো লুক নিয়ে গ্রাহকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকবে FZ-X, যাতে রয়েছে এলইডি হেডলাইট ও টেইল লাইট, সাইডস্ট্যান্ডের সাথে ইঞ্জিন কাট-অফ সুইচ, এলসিডি মিটারসহ আধুনিক সব ফিচারস।
এছাড়াও দুটি মডেলেই থাকছে ইয়ামাহার নতুন সংযোজন, Yamaha Y connect app ব্যবহারের সুবিধা, যেটি একটি ব্লুটুথ কানেক্টিভিটি অ্যাপস।