RoyalEnfield: দুই লাখ টাকা দামের বাইক ১৯ হাজার! ভাইরাল হলো বিল

ত্রিশ বছরের বেশি সময়ের কথা। ১৯৮৬ সালে তিনশ সিসির রয়েল এনফিল্ড বুলেট বাইকের দাম ছিল ১৮ হাজার ৭০০ রুপি। বর্তমানে সেই বাইকের বাজার দর দুই লাখ রুপিরও বেশি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভারতের ঝাড়খণ্ডে প্রদেশটির বোকারো শহরের এক বাইকের শোরুমের একটি বিল ভাইরাল হয়েছে। ‘বিং রয়েল’ এটি শেয়ার করেছে।

খাকি রঙের বিলটিতে দেখা যায়, ঐ বছর ২৩ জানুয়ারি বাইকটি কেনা হয়েছে। নানা আপডেটের পর এখন বাজারে রয়েল এনফিল্ড বুলেটের দাম ২ লাখ ২০ হাজার প্রায়।

সম্প্রতি একটি পুরনো রেস্তোরাঁর বিলের ছবিও ভাইরাল হয়। এতে দেখা যায়, মাত্র ২৬ টাকায় মানুষ পেট ভরে খেতে পারতেন। ১৯৮৫ সালের সেই বিলের ছবিতে দেখা যায় শাহি পনির পাওয়া যাচ্ছে মাত্র ৮ টাকায়। ডাল মাখনি মাত্র ৫ টাকায় পাওয়া যাচ্ছে।

তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এসব স্বপ্নেও ভাবা যায় না! তাইতো এবার তেমনই আরো একটি বিলের ছবি ভাইরাল হয়েছে।