CAR: নতুন এসইউভি সেলটস আনছে কিয়া, জেনেনিন কী কী থাকছে গাড়িতে?

এসইউভি প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে মাঝারি আকারের এসইউভি সেগমেন্টে নিজেদের আধিপত্য বজায় রাখতে নতুন প্রজন্মের কিয়া সেলটোস (Kia Seltos) উন্মোচন করল কিয়া। ২০২৫-এর এই নতুন মডেলটি আগের তুলনায় অনেক বেশি স্টাইলিশ, প্রিমিয়াম এবং প্রযুক্তিতে ঠাসা। ডিজাইন থেকে ইঞ্জিন—সব ক্ষেত্রেই আমূল পরিবর্তন এনে কিয়া বুঝিয়ে দিয়েছে, কেন তারা এই সেগমেন্টের রাজা।

ডিজিটাল টাইগার ফেস ও মাসকুলার লুক: নতুন সেলটোস তৈরি হয়েছে কিয়া-র গ্লোবাল K3 প্ল্যাটফর্মের ওপর, যা গাড়িটিকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও নিরাপদ করেছে। সামনে রয়েছে কিয়া-র সিগনেচার ‘ডিজিটাল টাইগার ফেস’ গ্রিল, স্টারম্যাপ এলইডি হেডলাইট ও টেললাইট। নতুন অ্যালয় হুইল এবং শার্প বডি লাইন গাড়িটিকে রাস্তায় এক বিশেষ রাজকীয় উপস্থিতি দেবে।

অত্যাধুনিক ইন্টেরিয়র ও ৩০ ইঞ্চির ডিসপ্লে: গাড়ির ভেতরে ঢুকলেই চোখে পড়বে বিশাল ৩০ ইঞ্চির ইন্টিগ্রেটেড প্যানোরামিক ডিসপ্লে, যেখানে ইনফোটেইনমেন্ট এবং ড্রাইভার ডিসপ্লে মিলেমিশে এক হয়ে গেছে। এছাড়া রয়েছে:

  • ১০-ওয়ে পাওয়ার ড্রাইভার সিট ও ভেন্টিলেটেড সিট।

  • বোলস (Bose)-এর ৮টি স্পিকারের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম।

  • ৬৪ রঙের অ্যাম্বিয়েন্ট লাইটিং ও ওয়্যারলেস চার্জার।

আকারে বড় ও আরামদায়ক: নতুন সেলটোস আগের চেয়ে অনেকটা লম্বা ও চওড়া হয়েছে। এর হুইলবেস ৯০ মিমি বেড়ে হওয়ায় পেছনের সিটে বসা যাত্রীরা পাবেন অনেক বেশি লেগরুম। বড় পরিবারের দীর্ঘ ভ্রমণের জন্য এটি এখন আরও বেশি সুবিধাজনক।

পাওয়ারফুল ইঞ্জিন অপশন: কিয়া তিন ধরণের ইঞ্জিনের বিকল্প রাখছে: ১. ১.৫ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল: ১১৫ পিএস শক্তি। ২. ১.৫ লিটার টার্বো পেট্রোল: ১৬০ পিএস শক্তি (সবচেয়ে শক্তিশালী)। ৩. ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন: ১১৬ পিএস শক্তি।

নিরাপত্তায় লেভেল-২ ADAS: সুরক্ষার বিষয়ে কোনো আপস করেনি কিয়া। এতে রয়েছে লেভেল-২ ADAS প্রযুক্তি, যা স্বয়ংক্রিয়ভাবে দুর্ঘটনা এড়াতে সাহায্য করবে। এছাড়া ২১টি আধুনিক সুরক্ষা ফিচারসহ ABS এবং EBD-এর সুবিধাও থাকছে।

কবে আসছে ভারতে? ভারতীয় বাজারে এই নতুন এসইউভি-টি আসবে ২০২৬ সালে। কোম্পানির তরফে জানানো হয়েছে, বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে গাড়ির আনুষ্ঠানিক দাম ঘোষণা করা হবে ২০২৬-এর জানুয়ারিতে এবং তার পরেই শুরু হবে ডেলিভারি।