Hyundai: নতুন রূপে আসছে হুন্ডাই ভেন্যু, জেনেনিন গাড়িতে কী কী থাকছে ফিচার?

ভারতের অন্যতম জনপ্রিয় সাব-কমপ্যাক্ট এসইউভি, হুন্ডাই ভেন্যু, এবার একেবারে নতুন রূপে বাজারে আসছে। আগামী ২৪শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে এটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। নতুন প্রজন্মের এই মডেলটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে মারুতি সুজুকি ব্রেজা, টাটা নেক্সন, কিয়া সনেট এবং মাহিন্দ্রা এক্সইউভি ৩এক্সও-এর মতো গাড়িগুলির সঙ্গে।
নকশা ও ফিচারে নতুনত্ব:
অটোকার ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নতুন হুন্ডাই ভেন্যুর কোডনাম কিউই২আই (Q2i)। এই মডেলে বাইরের ও ভেতরের নকশায় বড় পরিবর্তন আনা হচ্ছে। গাড়িটির সামনে থাকছে সম্পূর্ণ নতুন গ্রিল, আধুনিক হেডলাইট ডিজাইন এবং আরও স্পোর্টি বাম্পার। ২০১৯ সালে প্রথম লঞ্চ হওয়া ভেন্যুর চেয়ে নতুন মডেলের ভেতরের ডিজাইনও অনেক বেশি প্রিমিয়াম ও আধুনিক হবে।
নতুন ভেন্যুতে থাকছে একাধিক উন্নত ফিচার, যা একে অন্য মডেলগুলোর থেকে আলাদা করে তুলবে। এর মধ্যে রয়েছে:
- বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম
- ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে
- ভেন্টিলেটেড সিট
- প্যানোরামিক সানরুফ
- ৩৬০-ডিগ্রি ক্যামেরা
- অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS) প্রযুক্তি
ইঞ্জিন এবং দাম:
যদিও কোম্পানি আনুষ্ঠানিকভাবে ইঞ্জিনের বিষয়ে কিছু জানায়নি, তবে আশা করা হচ্ছে যে, নতুন ভেন্যুতে ১.২ লিটার পেট্রোল, ১.০ লিটার টার্বো পেট্রোল এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন থাকবে। এর সঙ্গে ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্পও থাকবে।
নতুন ফিচার ও প্রযুক্তির কারণে গাড়িটির দাম বর্তমান মডেলের চেয়ে কিছুটা বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গ্রাহকদের মধ্যে নতুন ভেন্যু নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, যা বাজারে এর প্রতিদ্বন্দ্বী গাড়িগুলির জন্য নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেবে।