RoyalEnfield-বাজারে নতুন রূপে নিয়ে এলো হান্টার ৩৫০,জেনেনিন দাম ও বৈশিষ্ট সম্পর্কে

বাজারে আসার মাত্র তিন বছরের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০। ২০২২ সালে লঞ্চ হওয়ার পর থেকে খুব অল্প সময়েই যুবসমাজের মন জয় করে নেওয়া এই বাইকটি ইতিমধ্যেই ভারতে ৫ লক্ষেরও বেশি বিক্রি হয়েছে। এই বিপুল সাফল্যের পরই এবার গ্রাহকদের জন্য আসছে বড় চমক। আগামিকাল, অর্থাৎ ২৬শে এপ্রিল, ২০২৫ সালের আপডেটেড রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ মডেলটি আনুষ্ঠানিকভাবে বাজারে লঞ্চ হতে চলেছে।

নতুন ২০২৫ হান্টার ৩৫০ মডেলে বেশ কিছু আকর্ষণীয় পরিবর্তন ও আপগ্রেডেশন আনা হয়েছে। এর মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ হল আপগ্রেডেড এলইডি হেডলাইট। রয়্যাল এনফিল্ডের অন্যান্য কিছু মডেলেও এই একই ধরনের এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে। বাইকের ক্লাসিক গোল শেপের মধ্যেই এই এলইডি লাইট এটিকে একটি আধুনিক নিও-রেট্রো লুক দিয়েছে।

গ্রাহকদের দীর্ঘদিনের একটি অভিযোগ ছিল আগের মডেলের পিছনের সাসপেনশন নিয়ে, যা অনেকের মতে অত্যধিক শক্ত ছিল। এর ফলে বাইকের হ্যান্ডেলিং ভালো হলেও খারাপ রাস্তায় বা উঁচুনিচু পথে যাত্রার সময় বেশ ঝাঁকুনি অনুভূত হত। আশা করা হচ্ছে, নতুন মডেলে আগের তুলনায় আরও উন্নত ও ভাল রিয়ার সাসপেনশন ব্যবহার করে এই সমস্যার সমাধান করা হয়েছে, যা রাইডিং অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে তুলবে।

এছাড়াও, নতুন মডেলে যুক্ত হচ্ছে কিছু নতুন রঙের বিকল্প, যা বাইকপ্রেমীদের পছন্দের তালিকায় নতুন মাত্রা যোগ করবে।

বর্তমানে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০-এর এক্স-শোরুম দাম শুরু হয় ১.৫০ লক্ষ টাকা থেকে এবং সর্বোচ্চ দাম ১.৭৫ লক্ষ টাকা পর্যন্ত যায়। ২০২৫ সালের আপডেটেড মডেলে এই আপগ্রেডেশনগুলির কারণে সামান্য দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ইঞ্জিনের ক্ষেত্রে অবশ্য খুব বেশি পরিবর্তন থাকছে না। আগের মতোই এতে থাকবে বিশ্বস্ত J-সিরিজের ইঞ্জিন, যা এই বাইককে পাওয়ার দেবে। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক পাওয়া যাবে। এর সঙ্গে থাকবে ৫-স্পিড গিয়ারবক্স। যদিও এই ইঞ্জিন রয়্যাল এনফিল্ডের অন্যান্য ৩৫০ সিসির মডেলেও ব্যবহার করা হয়, তবে হান্টার ৩৫০-এর নিজস্ব চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রাখতে এর ফুয়েল এবং ইগনিশন ম্যাপিং-এ কিছু নির্দিষ্ট পরিবর্তন করা হয়েছে।

ব্রেকিং সিস্টেমের জন্য বাইকের সামনে ৩০০ মিমি ডিস্ক ব্রেক এবং পেছনে ২৭০ মিমি ডিস্ক ব্রেক থাকছে। সাসপেনশনের জন্য সামনে ৪১ মিমি টেলিস্কোপিক ফর্ক ব্যবহার করা হয়েছে, যার সঙ্গে ফর্ক গেটার যুক্ত থাকবে। পিছনের সাসপেনশনে থাকবে ৬-স্টেপ প্রি-লোড অ্যাডজাস্টমেন্টযুক্ত শক অ্যাবজরবার, যা নতুন মডেলে আরও উন্নত করা হয়েছে।

সুরক্ষার দিকটিও গুরুত্ব দেওয়া হয়েছে। বাইকের বিভিন্ন ভ্যারিয়েন্ট অনুযায়ী সিঙ্গেল চ্যানেল অথবা ডুয়াল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS)-এর অপশন থাকছে।

আগামিকাল আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার সাথে সাথেই ২০২৫ হান্টার ৩৫০ মডেলটির দাম, স্পেসিফিকেশন এবং রাইডিং পারফরম্যান্সের সম্পূর্ণ তথ্য জানা যাবে। ইতিমধ্যেই বাইকপ্রেমীদের মধ্যে এই নতুন মডেলটি নিয়ে আগ্রহ তুঙ্গে।