বিশেষ: ১০০ ফুট লম্বা, বিশ্বের সবচেয়ে দৈর্ঘ্যের গাড়ি, ভেতরে আছে সুইমিং পুল-হেলিপ্যাড!

পৃথিবীর বুকে এমন সব জিনিস তৈরি হয় যা দেখে মাঝে মাঝে অবাক হতে হয়। তেমনই একটি বিস্ময়কর সৃষ্টি হলো বিশ্বের দীর্ঘতম গাড়ি। যার দৈর্ঘ্য প্রায় ১০০ ফুট! এই অনন্য গাড়িটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়ে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। এই সুপার লিমোতে রয়েছে ৭৫০ জনেরও বেশি মানুষের বসার ব্যবস্থা, এবং এটি চলে মোট ২৬টি চাকার সাহায্যে।

এই অবিশ্বাস্য গাড়িটি তৈরি করেছেন মার্কিন কার কাস্টমাইজার জে ওহরবার্গ। তিনি তাঁর অসাধারণ দক্ষতা এবং কল্পনাশক্তি দিয়ে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। বিশ্বের দীর্ঘতম গাড়ি তৈরি করে তিনি অটোমোবাইল ইতিহাসে নিজের ছাপ রেখেছেন।

এই সুপার লিমোটির নাম রাখা হয়েছে ‘দ্য আমেরিকান ড্রিম’ (The American Dream)। নামের মতোই এর ভেতরে রয়েছে স্বপ্নের মতো সব ব্যবস্থা। ২৬টি চাকা ছাড়াও এতে সামনে ও পেছনে বসানো রয়েছে দুটো শক্তিশালী ভি৮ ইঞ্জিন।

গাড়ির ভেতরে রয়েছে সুইমিং পুল, যেখানে ছোটখাটো পার্টিও করা যেতে পারে। এছাড়াও রয়েছে একটি হেলিপ্যাড, একটি ছোট গলফ মাঠ, ফ্রিজ এবং টেলিফোনের মতো অত্যাধুনিক সুবিধা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই গাড়িতে একসঙ্গে ৭৫ জনেরও বেশি মানুষ স্বচ্ছন্দে ভ্রমণ করতে পারেন।

এই দুর্লভ এবং বিরল গাড়িটি প্রথমবার তৈরি হয়েছিল ১৯৮৬ সালে। মূলত ১৯৭৬ সালের ক্যাডিল্যাক এলডোরাডোর মডেলের উপর ভিত্তি করে এটিকে নির্মাণ করা হয়েছিল। তখন এর দৈর্ঘ্য ছিল ৬০ ফুট। ৩৬ বছর পর এটিকে আবার নতুন করে পুনর্নির্মাণ ও দীর্ঘ করা হয়েছে। সব মিলিয়ে এর পুনর্নির্মাণে প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় ২ কোটির বেশি) খরচ হয়েছে বলে জানা গেছে। পুনর্নির্মাণের পর এর দৈর্ঘ্য ৬০ ফুট থেকে বাড়িয়ে ১০০ ফুট করা হয়েছে, যা একে বিশ্বের দীর্ঘতম গাড়ির মর্যাদা দিয়েছে।

বর্তমানে এই সুপার লিমো ‘দ্য আমেরিকান ড্রিম’ ফ্লোরিডার অরল্যান্ডোতে ডেজারল্যান্ড পার্ক মিউজিয়ামে (Dezerland Park Museum) প্রদর্শনীতে রাখা রয়েছে। দর্শনার্থীরা সেখানে গিয়ে এই অবিশ্বাস্য গাড়িটি স্বচক্ষে দেখার সুযোগ পাচ্ছেন।

সূত্র: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস