রয়্যাল এনফিল্ড নিয়ে এলো এনফিল্ড ক্লাসিক ৬৫০, জানুন বাইকটির দাম ও ফিচার

বিশ্বজুড়ে জনপ্রিয় বাইক প্রস্তুতকারক সংস্থা রয়্যাল এনফিল্ড তাদের গ্রাহকদের চাহিদা মাথায় রেখে নিয়মিত নতুন মডেল বাজারে আনছে। বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাজারে এলো তাদের নতুন মডেল – রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০।

এই নতুন বাইকটিতে একটি ৬৪৮ সিসির এয়ার বা অয়েল কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটি ৪৭ অশ্বশক্তি (এইচপি) এবং ৫২ নিউটন মিটার (এনএম) টর্ক উৎপন্ন করতে সক্ষম, যা ইতিমধ্যেই বাজারে থাকা ক্লাসিক ৬৫০ প্ল্যাটফর্মের অন্যান্য বাইকে দেখা গেছে।

স্মুথ রাইডিংয়ের জন্য এই ইঞ্জিনের সাথে ৬ স্পিডের গিয়ারবক্স পাওয়া যাবে। রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০-এর এই ইঞ্জিনটি এর মধ্যেই বিভিন্ন রাস্তায় পরীক্ষা করা হয়েছে বলে জানা গিয়েছে। ক্লাসিক ৬৫০-এর ক্ষমতা তার ছোট ভাই ক্লাসিক ৩৫০-এর তুলনায় প্রায় দ্বিগুণ বেশি।

ক্লাসিক ৬৫০ বাইকের ইঞ্জিনটিকে এই বাইকের প্যারালাল টুইন ইঞ্জিনের একটি চমৎকার সমন্বয় বলা যেতে পারে। যেখানে ক্লাসিক ৩৫০ বাইকে এক লিটার পেট্রোলে ৩৫ কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়, সেখানে ৬৫০ সিসির এই বাইকটি এক লিটারে প্রায় ২২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে বলে আশা করা হচ্ছে।

দাম প্রসঙ্গে আশা করা যাচ্ছে, রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০-এর দাম রয়্যাল এনফিল্ডের সুপার মিটিওর ৬৫০ এবং শটগান ৬৫০ মডেলের কাছাকাছি হবে। ভারতে শটগান ৬৫০-এর এক্স-শোরুম দাম শুরু হয় প্রায় ৩ লাখ ৫৯ হাজার টাকা থেকে। অন্যদিকে, রয়্যাল এনফিল্ড সুপার মিটিওর ৬৫০-এর এক্স-শোরুম দাম প্রায় ৩ লাখ ৬৪ হাজার টাকা। সেই হিসেবে, নতুন ক্লাসিক ৬৫০ বাইকের দাম ভারতে ৩ লাখ ৩৬ হাজার টাকা থেকে শুরু করে ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন এই ক্লাসিক ৬৫০ মডেলটি বাজারে আসার সাথে সাথে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ঘরানার বাইকপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করবে বলেই আশা করা যাচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।